সোমবার, ০৬ মে ২০২৪, ১২:২১ অপরাহ্ন

সাপাহারে অবৈধ কারেন্ট জাল জব্দ মোবাইল কোর্টে অর্থদণ্ড

মোহাম্মদ আককাস আলী নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ১৪৭ জন দেখেছেন

মোহাম্মদ আককাস আলী নিজস্ব প্রতিবেদক :

 

নওগাঁর সাপাহারে সাপাহারে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবান (৩০ আগস্ট) দুপুরে উপজেলা সদরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের থানা পুলিশ ও উপজেলা মৎস্য কর্মকর্তার সহযোগিতায় বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেস ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন। অভিযানে মূল্য তালিকা না থাকা, ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি এবং অবৈধ্য কারেন্ট ও রিং জাল বিক্রির অপরাধে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৭ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড দেন মোবাইল কোর্ট-এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেস।
এসময় আক্কাছ স্টোর থেকে মেয়াদ উত্তীর্ণ শিশু খাদ্য সহ বিভিন্ন ভেজাল খাদ্য এবং প্রত্যাশা সেলাই মেশিন এন্ড সুতা ঘর থেকে প্রায় ৬০ হাজার টাকা মূল্যের অবৈধ্য রিং ও কারেন্ট জাল জব্দ করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে জব্দকৃত মালামাল ধ্বংস করা হয়। এবিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেস ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন জানান, জনস্বার্থে ভবিষ্যতেও এধরণের অভিযান অব্যাহত থাকবে।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com