শুক্রবার, ০৩ মে ২০২৪, ০২:৪৪ পূর্বাহ্ন

সরকারি কর্মকর্তাদের নৌকার পক্ষে কাজ করার অভিযোগ

সাংবাদিকের নাম:
  • আপডেট সময় : সোমবার, ১ জানুয়ারি, ২০২৪
  • ৬৬ জন দেখেছেন

 

মোঃ শরিফুল ইসলাম লালপুর নাটোর প্রতিনিধি:

নাটোরের লালপুরে সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী শহিদুল ইসলাম বকুলের পক্ষে কাজ করার অভিযোগ উঠেছে।
আজ সোমবার (০১ জানুয়ারি) সহকারী রিটার্নিং অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী এ্যাড আবুল কালাম আজাদ।
অভিযোগে তিনি তিনজন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে নৌকার পক্ষে কাজ করার অভিযোগ করেন। তারা হলেন, লালপুর উপজেলা একাডেমিক সুপারভাইজার সাদ আহম্মেদ শিবলী, লালপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ রবিন আহমেদ ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার জহুরুল ইসলাম।
এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী এ্যাড আবুল কালাম আজাদ বলেন, সরকারি কর্মকর্তারা কোন প্রার্থীর হয়ে কাজ করবে এটা কখনোই কাম্য নয়। আমরা লক্ষ্য করেছি তফসিল ঘোষণার পরপরই তাদের আচার-আচরণ, কর্মকাণ্ড, কথাবার্তায় তাদের অবস্থান সুস্পষ্ট।
নির্বাচনকালে যদি এই অফিসারা নির্বাচনের দায়িত্বে থাকে তাহলে অবাধ ওষুধ নির্বাচন সম্ভব নয়। সেই জন্যই আমি সহকারী রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছি।
এ বিষয়ে লালপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার শারমিন আক্তার বলেন, অভিযোগ এখনও আমার হাতে এসে পৌছায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com