বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৬:৫৭ পূর্বাহ্ন

সংখ্যালঘু কিশোরীর অপহরণ ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন 

মো.আককাস আলী, নিজস্ব প্রতিবেদক 
  • আপডেট সময় : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
  • ৭৪ জন দেখেছেন

মোহাম্মদ আককাস আলী, নিজস্ব প্রতিবেদক

 

নওগাঁর নিয়ামতপুরে সংখ্যালঘু এক কিশোরীকে অপহরণ ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার রসুলপুর ইউনিয়নের গাংগোর বাজারে ডাসকো ফাউন্ডেশনের সহযোগিতায় গাংগোর কমিউনিটি ও রসুলপুর ইউনিয়ন নাগরিক সমাজের উদ্যোগে এ র‍্যালী ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন গাংগোর নাগরিক সমাজ সংগঠনের সভাপতি কল্যানী সিং, সাধারণ সম্পাদক আতিক হাসান, সাদেকুল ইসলাম, ভুক্তভোগী ওই কিশোরীর মা ফুলোবালা রাণী প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সামাজিক অবক্ষয়ের কারণে নারী ও শিশু নির্যাতনের হার বেড়ে গেছে। এ ধরনের ঘটনার সুষ্ঠু বিচার হলে সমাজে অপরাধ প্রবণতা কমবে।

উল্লেখ্য গত ২৭ মার্চ উপজেলার রসুলপুর ইউনিয়নের দামপুরা গুচ্ছ গ্রাম থেকে এক কিশোরী অপহরণের ঘটনা ঘটে। ৩০ মার্চ থানায় ভুক্তভোগী কিশোরীর মা একটি অপহরণ মামলা করেন। ওই রাতেই পুলিশ অভিযান চালিয়ে পাঁড়ইল ইউনিয়নের পাঁড়ইল দুইসতনা গ্রাম থেকে অপহরনকারী শিপনকে (২২) গ্রেপ্তার ও ওই কিশোরীকে উদ্ধার করে।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com