শনিবার, ০৪ মে ২০২৪, ১০:২৫ পূর্বাহ্ন

ষোলই ডিসেম্বর কবিতা

সাংবাদিকের নাম:
  • আপডেট সময় : বুধবার, ১২ অক্টোবর, ২০২২
  • ২৬৩ জন দেখেছেন

ষোলই ডিসেম্বর

রোকনুজ্জামান রোকন

 

প্রভাত বেলা ভাঙলো যে ঘুম,দুরের কোন এক গানে

সুধায় খোকা,কিসের এ গান কি এ গানের মানে?

আজ যে মোদের বিজয় দিবস ষোলই ডিসেম্বর

তাই খুশিতে উঠেছে মেতে বাংলার সব ঘর।

 

এত খুশি কেন মা আজ?কেন এত গান?

খোকা,কিনতে এদিন শহীদ হলো ত্রিশ লক্ষ প্রাণ

এই দিনেরি মূল্য কত জানে বাংলা বাসি

কিনতে এদিন শহীদ হলো লাখো মুখের হাসি।

 

এই দিনেরি মূল্য কত যানে শহীদ মাতা

কত যে যুগ বইছে বুকে ছেলে হারানোর ব্যাথা

কিনতে এদিন এতিম হলো লাখো কচি সোনা

এ দিন, এক জীবনের স্বপ্ন দিয়ে কিনলো বিরঙ্গনা।

 

কিনতে এ দিন  কত বধূ ,পড়লো সাদা শাড়ী

ধূসর হলো রঙিন জীবন, পুড়লো যে ঘরবাড়ি

লক্ষ কোটি প্রাণে এদিন,গর্ব হয়ে থাকে

এই দিনে মোরা জয় করেছি,প্রিয় বাংলা মাকে।

 

 

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com