বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৬:৩৪ পূর্বাহ্ন

শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে জুয়া খেলার সরঞ্জামাদি সহ ০৮ (আট) জুয়াড়ি গ্রেফতার

পারভেজ হাসান -শ্রীমঙ্গল প্রতিনিধি
  • আপডেট সময় : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ৩৫ জন দেখেছেন

পারভেজ হাসান -শ্রীমঙ্গল প্রতিনিধি

অফিসার ইনচার্জ, শ্রীমঙ্গল থানা সাহেবের সার্বিক দিক নির্দেশনা মোতাবেক শ্রীমঙ্গল থানার এসআই/মিয়া নাসির উদ্দিন আহম্মদ ও এসআই/রাকিবুল হাছান সঙ্গীয় অন্যান্য অফিসার ফোর্সের সহায়তায় গত ২৮/০৪/২০২৩খ্রিঃ তারিখ শ্রীমঙ্গল থানাধীন পৌরসভার চৌমুহনাস্থ ইউনাইডেট আবাসিক হোটেল এর ৫ম তলার দক্ষিণ পাশে একটি রুমের ভিতর অভিযান পরিচালনা করিয়া নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জামাদিসহ জুয়াড়ি ১। কুতুব মিয়া (৪৫), পিতা-মৃত কাপাত উল্লাহ, মাতা-সামছু বেগম, সাং-কাজী বাজার (বেকামোড়া), ২। জনি আহম্মেদ (৩৪), পিতা-আঃ মতিন, মাতা-ছামছুন্নাহার, সাং-কদমহাটা, ৩। সায়েদ আহম্মেদ (৫০), পিতা-মৃত আছকর উদ্দিন, মাতা-মৃত সাজেয়া খাতুন, সাং-গাছটিয়া, ৪। মোঃ টিপুল মিয়া (২৮), পিতা-এলাছ মিয়া, মাতা-মিনা বেগম, সাং-শাহবন্দর, সর্বথানা-মৌলভীবাজার সদর, জেলা-মৌলভীবাজার, ৫। মোঃ মোবারক মিয়া (২৭), পিতা-মৃত বাচ্চু মিয়া, মাতা-রুবিয়া বেগম, সাং-পূর্বাশা (রেলওয়ে কলোনী), ৬। শাহ আলম (৩০), পিতা-মাশিদ মিয়া, মাতা-জরিনা বেগম, সাং-কালাপুর, ৭। হেলন মিয়া (৩০), পিতা-আঃ হামিদ, মাতা-ছায়া বেগম, সাং-সাইটুলা, ৮। মোঃ সুমন (৩৭), পিতা-আতিকুর রহমান, মাতা-লাইলী বেগম, সাং-ভাগলপুর,সর্বথানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজারদেরকে গ্রেফতার করেন। উক্ত বিষয়ে জুয়া আইনে একটি মামলা রুজু হয়। আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com