বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০৬:০৭ পূর্বাহ্ন

লক্ষ্মীপুরে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন সমাপনী ও আলোচনা সভা অনুষ্ঠিত 

সাংবাদিকের নাম:
  • আপডেট সময় : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
  • ১৮৫ জন দেখেছেন

স্টাফ রিপোর্টারঃ  ‘গড়বে শিশু সোনার দেশ,ছড়িয়ে দিয়ে আলোর রেশ’ – এ প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমির উদ্যেগে সপ্তাহ ব্যাপি বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২২ উদযাপন ও আবৃত্তি, গানের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আজ মঙ্গলবার(১১ অক্টোবর)লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সকাল ৯ ঘটিকা হতে উক্ত দিবসের সমাপনী, আলোচনা সভা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে বাংলাদেশ শিশু একাডেমি লক্ষ্মীপুর জেলার শিশুরা গান, আবৃত্তি পরিবেশ করেন। লক্ষ্মীপুর শিশু একাডেমির আবৃত্তি শিক্ষক রেশমা আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আনোয়ার হোসাইন আকন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক জনাব ডাঃআশফাকুর রহমান মামুন ও শিশু একাডেমির শিক্ষক ও কর্মকর্তা এবং শিশুদের অভিভাবকগণ। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শিশুদের উদ্দেশ্য বলেন,তোমরা নিজেদের পড়াশোনার প্রতি বিশেষ ভাবে মনোযোগী হতে হবে,পাশাপাশি অন্যান্য কো-কারিকুলার অ্যাকটিভিটিস রাখতে হবে। পড়াশোনা ফাঁকি দিলে, নিজেকে ফাঁকি দেওয়া হবে। তোমাদের মধ্যে যেনো দেশপ্রেম, দরিদ্র,অসহায় মানুষের প্রতি যেনো দরদ থাকে।তোমরা আগামী প্রহজন্মেী জন্য দেশকে গড়তে হবে। বড়দের শ্রদ্ধা, ছোটদের স্নেহ করতে হবে।

 

পরবর্তীতে পুরষ্কার বিতরনের পর প্রোগ্রামের সমাপ্তি ঘোষনা করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com