শুক্রবার, ১৭ মে ২০২৪, ১০:০৪ পূর্বাহ্ন

যুবলীগের মিছিলে ককটেল বিস্ফোরণ মামলাআদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি সম্পাদক কারাগারে

এরশাদ আলী, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১০৪ জন দেখেছেন

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :

বগুড়ার আদমদীঘিতে যুবলীগের সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিলে ককটেল বিস্ফোরণ মামলায় উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদার ও সাধারণ সম্পাদক আবু হাসানকে জেল হাজতে প্রেরনের নির্দেশ দিয়েছেন আদালত। এ মামলায় উচ্চ আদালত থেকে ও নি¤œ আদালত থেকে জামিনে মুক্ত থাকার পর গতকাল মঙ্গলবার (৭ ফেব্রæয়ারী) বিএনপির সভাপতি সম্পাদকসহ ৩৬জন নেতাকর্মি বগুড়া জেলা জজ আদালতে হাজির হন। আদালত শুনানীঅন্তে ৩৪ জনের জামিন মঞ্জুর করেন এবং আব্দুল মহিত তালুকদার ও আবু হাসানের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

প্রকাশ, গত ২৩ নভেম্বর সন্ধ্যায় আদমদীঘি উপজেলা যুবলীগের উদ্যোগে দেশে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিলে ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণ ঘটনায় ছাত্রলীগের ৫জন নেতা আহত হয়। এ ঘটনায় আদমদীঘি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান বাদি হয়ে আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদার ও সাধারণ সম্পাদক আবু হাসানসহ ৩৭জন বিএনপি নেতাকর্মির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। এ মামলার আসামীরা উচ্চ আদালত ও নি¤œ আদালত থেকে জামিনে থাকার পর গত মঙ্গলবার জেলা জজ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত উপরোক্ত আদেশ দেন। আদমদীঘি উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি বুলবুল ফারুক বিষয়টি নিশ্চিত করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com