শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৫:২১ অপরাহ্ন

মহাদেবপুর নির্বাচন অফিসের সামনে থেকে পরিত্যক্ত ককটেল উদ্ধার

সাংবাদিকের নাম:
  • আপডেট সময় : বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪
  • ১৩৩ জন দেখেছেন

 

মোহাম্মদ আককাস আলীঃ

নওগাঁর মহাদেবপুরে নির্বাচন অফিসের সামনে থেকে
পরিত্যক্ত ককটেল উদ্ধার উদ্ধার করা হয়েছে। বুধবার (৩ জানুয়ারি) দুপুর আড়াইটায় রাজশাহী র‌্যাব-৫ এর একটি বোমা বিশেষজ্ঞ দল বস্তুটি উদ্ধার করে পরীক্ষার জন্য নিয়ে যান। উপজেলা নির্বাচন অফিসার আল মামুন জানান, সকাল ১০টায় স্থানীয়রা তাকে জানান যে, অফিসের সামনে গাছতলায় একটি ককটেল সদৃশ্য বস্তু পড়ে আছে। সাথে সাথেই তিনি ঘটনাস্থল পরিদর্শন করে আইন-শৃঙ্খলা বাহিনীকে জানান। উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান সোহাগ, মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল, মহাদেবপুর থানার ওসি রুহুল আমিন, ডিবি, বিজিবি ও র‌্যাব কর্মকর্তারা তাৎক্ষণিক ওই জায়গা লাল ফিতা দিয়ে ঘিরে রাখেন। পরে র‌্যাব-৫ রাজশাহীর কমান্ডিং অফিসার লে: কর্নেল মুনিম ফেরদৌস এসজিপি পিএসসি এসি এর নেতৃত্বে র‌্যাবের একটি বোমা বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে আসেন। তারা ককটেল সদৃশ্য বস্তুটি প্রাথমিক পরীক্ষা করে উদ্ধার করেন। র‌্যাবের কমান্ডিং অফিসার সাংবাদিকদের জানান, পরিত্যক্ত অবস্থায় পাওয়া ককটেল সদৃশ্য একটি বস্তু উদ্ধার করা হয়েছে। সেটির অধিকতর পরীক্ষা করা হবে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোন নাশকতার আশঙ্কা নাই এবং কেউ নাশকতার চেষ্টা করলে পার পাবেনা বলেও জানান। তিনি জানান, পরিস্থিতি ভালো রয়েছে। মানুষ নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন। মহাদেবপুর থানার ওসি জানান, এ ব্যাপারে থানায় কোন মামলা হয়নি।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com