সোমবার, ২০ মে ২০২৪, ০৯:০১ অপরাহ্ন

(বিজিবি)- কক্সবাজার ব্যাটালিয়নের অভিযানে ৯০,০০০ পিস বার্মিজ ইয়াবা জব্দ 

মোস্তফা প্রামানিক, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ৯৪ জন দেখেছেন

মোস্তফা প্রামানিক, স্টাফ রিপোর্টারঃ 

 

বর্তমান সরকারের মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির যথাযথ বাস্তবায়নকল্পে মাঠ পর্যায়ে বিজিবি’র অভিযানিক কর্মকাণ্ড এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বিজিবি’র কক্সবাজার ব্যাটালিয়ন দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ২,৭০,০০,০০০/-(দুই কোটি সত্তর লক্ষ) টাকা মূল্যমানের ৯০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ আটক করতে সক্ষম হয়েছে।

 

অদ্য ১৩ নভেম্বর ২০২২ তারিখে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধিনস্থ বালুখালী বিওপির একটি চৌকষ টহলদল বিওপি হতে আনুমানিক ০১ কিঃ মিঃ উত্তর-পূর্ব দিকে উখিয়া উপজেলাধীন পালংখালী ইউপি’র বালুখালী পূর্বপাড়া নামক স্থানে ঘোড়া মিয়ার ঘেরের ভিতর অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ঘেরের ভিতর ‘ছেচড়া’ ঘাসের মধ্যে অতিকৌশলে লুকায়িত পরিত্যক্ত অবস্থায় মালিকবিহীন ২,৭০,০০,০০০/- (দুই কোটি সত্তর লক্ষ) টাকা মূল্যমানের ৯০,০০০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়।

 

এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com