বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১০:২৩ পূর্বাহ্ন

বাঘায় ভেজাল গুড়সহ আটক এক

বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ৩ মে, ২০২৩
  • ৩৮ জন দেখেছেন

বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃ

রাজশাহীর বাঘায় ভেজাল গুড় কারখানায় অভিযান চালিয়ে জমির উদ্দিন(৬৫) নামক একজনকে ভেজাল গুড় ও গুড় তৈরীর উপকরণসহ আটক করেছে ডিবি পুলিশ।মঙ্গলবার(০২ মে)উপজেলার আড়ানি পৌরসভার ৭নং ওয়ার্ডের দিয়াড়পাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।আটককৃত দিয়াড়পাড়া গ্রামের মৃত মোল্লার ছেলে।

ডিবি সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার) মহোদয়ের দিক নির্দেশনায় ওসি ডিবি মোঃ আব্দুল হাই, পিপিএম এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (নিঃ) আতিকুর রেজা সরকার ও এসআই (নিঃ) ইনামুল ইসলাম সহ সঙ্গীয় অফিসার-ফোর্স এর সহায়তায় মঙ্গলবার ২ মে বাঘা থানাধীন আড়ানী পৌরসভার ৭নং ওয়ার্ডের দিয়ারপাড়া গ্রামস্থ জমির উদ্দিন(৬৫)এর বসত বাড়ীতে এবং পলাতক আসামীর ভেজাল গুড় তৈরির কারখানায় ভেজাল আখের গুড় ও ভেজাল আখের গুড় তৈরিতে চিনি, চুন, হাইড্রোজ, ফিটকিরি, ডালডা ও বিভিন্ন উপাদান এবং আখের গুড় তৈরিতে ব্যবহৃত বিভিন্ন মালামাল সামগ্রীসহ আটক করা হয়।
এ সংক্রান্তে ধৃত, পলাতক আসামী ও অজ্ঞাতনামা আসামীগণদের বিরুদ্ধে বাঘা থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে। মামলাটি তদন্তাধীন।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com