বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৪:৪৮ অপরাহ্ন

বরেন্দ্র অঞ্চলে কুল চাষে আগ্রহ বেড়েছে

সাংবাদিকের নাম:
  • আপডেট সময় : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৭১ জন দেখেছেন

 

মোহাম্মদ আককাস আলীঃ

বরেন্দ্র অঞ্চলে সুস্বাদু কুল চাষে আগ্রহ বেড়েছে।
কুলের দাম বাজারে ভালো হওয়ায় এবং আবাদে অল্প পরিশ্রমে ও কম অর্থ ব্যয় হওয়াতে চাষিরা কুল চাষে আগ্রহী হয়ে উঠেছে। জেলা শহরের মগলামপুর,বর্ষাইল,
মহাদেবপুরের এনায়েতপুর,আলিপুর,রাইগা, পত্নীতলার
কাদিয়াল,গগনপুর, সাপাহার, পোরশা,ধামুরহাট,মান্দা, রানীনগর,আত্রাই ব্যাপক হার কুল চাষ হয়েছে। ওইসব কুল বাগান ঘুরে দেখাগেছে,ছোট ছোট গাছে বিপুল পরিমাণ কুল ধরেছে যাহা দেখে কুল চাষিরা আনন্দিত।
কুল চাচী আবু রায়হান,মাসুদ রানা,পাঞ্জু সর্দার জানান, প্রতিটি গাছ থেকে প্রায় ২৫/৩০ কেজি কুল পাওয়া যায়।।তারা বলেন ,গাছ লাগানোর ৬/৭ মাস পর থেকে ফুল আসে। প্রতি বিঘা জমিতে প্রায় ২৫০ থেকে ৩০০ গাছ লাগানো যায়। তাতে প্রায় ৪৫ থেকে ৫০ হাজার টাকা খরচ হয় কিন্তু কুল বিক্রয় করতে পারি প্রায় এক লক্ষ টাকার। যার ফলে চাষীদের মুখে হাসি থাকে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানান,বরেন্দ্র অঞ্চলে ব্যাপক কুল চাষে সারা পড়েছে। দাম ভালো পাওয়াই কুল চাষিরা আগ্রহ হয়ে উঠেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com