বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৯:১১ অপরাহ্ন

বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন ও স্মার্ট বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে নৌকার বিজয় নিশ্চিতে কাজ করুন : চৌদ্দগ্রামে নির্বাচনী সমাবেশে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে নৌকার প্রার্থী মুজিবুল হক

সাংবাদিকের নাম:
  • আপডেট সময় : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ৫৫ জন দেখেছেন

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুজিবুল হক মুজিব এমপি এর পক্ষে ও নৌকা মার্কার সমর্থনে উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নে পায়েরখোলা উচ্চ বিদ্যালয় মাঠে এক নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ ডিসেম্বর) বিকালে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এ উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক রেলপথ মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা মো: মুজিবুল হক মুজিব এমপি।

প্রধান অতিথির বক্তব্যে সাবেক রেলপথ মন্ত্রী মো: মুজিবুল হক মুজিব এমপি বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকার টিকেট দিয়েছেন। তাই আপনাদের কাছে ভোট প্রার্থনা করতে এসেছি। এর আগে ৭ বার মনোনয়ন পেয়ে ৪ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। আমার বিরুদ্ধে গিয়ে এবার বেশ কয়েকজন ছোট-বড় নেতা নেত্রীর কাছে যায়৷ তারা চৌদ্দগ্রাম থেকে নির্বাচন করতে চেয়ে নৌকার মনোনয়ন চায়৷ কিন্তু আল্লাহর রহমতে এবং আপনারদের দোয়ায় জননেত্রী শেখ হাসিনা তাদের কাউকেই মনোনয়ন না দিয়ে আমাকে দিয়েছেন। এতে আমি নেত্রীর কাছে বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাই আবারও আপনাদের সেবা করার লক্ষ্যে আপনাদের কাছে ভোট চাইতে আসলাম। আপনারা জানেন, নৌকা পাস করলে দেশের উন্নয়ন হয়। দেশ সমৃদ্ধশালী হয়। তাই, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন-২০৪১ বাস্তবায়ন ও স্মার্ট বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে আবারো নৌকায় ভোট দিবেন। তাই সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করুন।’

এ সময় তিনি দলের বাহিরের কারো কথায় বিভ্রান্ত না হয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য নৌকার বিজয় নিশ্চিতের লক্ষ্যে কাজ করার আহবান জানান।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবু পার্থ সারথী দত্ত, চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মারুফ হোসেন মজুমদার, উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এবিএম এ বাহার।

জগন্নাথদীঘি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী মুজিবুল হক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী বেলাল হোসেন এর সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ৭১ এর স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে বিএলএফ (চৌদ্দগ্রাম-লাকসাম অঞ্চল) এর কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ সদস্য ভিপি ফারুক আহমেদ মিয়াজী, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের উপদেষ্টা আবু তাহের, সুপ্রিম কোর্টের আইনজীবী ও উপজেলা আওয়ামী লীগের সদস্য ড. আব্দুল মান্নান ভূইয়া, কুমিল্লা জেলা পরিষদের সদস্য এমরানুল হক কামাল (ভার্ড কামাল), উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন ভূঁইয়া, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও সাবেক চেয়ারম্যান ছৈয়দ আহাম্মদ ভূঁইয়া খোকন, ইউপি চেয়ারম্যান হাজী জানে আলম ভূঁইয়া, ভিপি মাহবুব হোসেন মজুমদার, মোশারেফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, কামরুল হাসান মুরাদ, কামরুল আলম মোল্লা, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক নওশাদ আহমেদ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহবুবুল হক মোল্লা বাবলু, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সর্দার, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো: খোরশেদ আলম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফয়েজুন্নেছা আমিন, সাধারণ সম্পাদক তাহমিনা আক্তার, সহ-সভাপতি হাজেরা আক্তার ববি প্রমুখ।

এ সময় জগন্নাথদীঘি ইউনিয়ন আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী, স্থানীয় ভোটার ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com