শুক্রবার, ১০ মে ২০২৪, ০৪:৫১ পূর্বাহ্ন

বগুড়ায় ভুয়া সিআইডি গ্রেফতার!

সাংবাদিকের নাম:
  • আপডেট সময় : শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২
  • ২৭০ জন দেখেছেন

 

মোস্তফা প্রামানিক
স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার শাজাহানপুরে স্কুলছাত্র বুলবুল হোসেন বিজয় (৯) হত্যার তদন্তে গিয়ে সিআইডি পরিচয় দিয়ে টাকা দাবি করার অভিযোগে আমিনুল ইসলাম ওরফে নুরুজ্জামান (৩৫) নামে এক প্রতারককে গ্রেফতার করেছে থানা পুলিশ।

গ্রেফতারকৃত নুরুজ্জামান বগুড়ার গাবতলী উপজেলার মহিষাবান গ্রামের জয়নাল শাহের ছেলে।
এ ঘটনায় বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে মামলা দায়ের শেষে গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।

থানা পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে প্রতারক আমিনুল ইসলাম ওরফে নুরুজ্জামান মাদলা লক্ষিকোলা কাজিপাড়া গ্রামে হত্যার শিকার স্কুলছাত্র বিজয়ের বাড়িতে গিয়ে নিজেকে সিআইডি পরিচয় দিয়ে তদন্তের খরচা বাবদ ১ হাজার টাকা দাবি করেন।

এসময় বিজয়ের বাবা সাইদুল ইসলাম বিশ্বাস করে তাঁকে ৫’শত টাকা দেন।
কিন্তু প্রতারক নুরুজ্জামান আরো ৫’শত টাকার জন্য চাপাচাপি করেন। সন্দেহ হলে তার কাছে সিআইডির পরিচয়পত্র দেখতে চান স্থানীয়রা।

পরিচয়পত্র দেখাতে না পারলে স্থানীয় লোকজন তাকে আটক করে রেখে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে প্রতারক নুরুজ্জামানকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, নিহত স্কুলছাত্র বুলবুল হোসেন বিজয়ের বাবা সাইদুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়ে দেয়া হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com