শুক্রবার, ১০ মে ২০২৪, ০৭:০৭ পূর্বাহ্ন

প্রাক্তন

মোঃ আবেদ আহমেদ- সাহিত্য সম্পাদক
  • আপডেট সময় : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
  • ৭২ জন দেখেছেন

কবিতাঃ….প্রাক্তন।

কবিঃ…….রানা খান…✍️

 

তুমি বলেছিল হাত দু’টো ধরে থাকিবে চিরকাল,তবুও পাইনা খোঁজে হৃদয়ের বাহুডোরে আজকাল, পাইনা খোঁজে সেই রমনার সেই চিরচেনা পার্কে কোন এক ব্রেন্সে বসে ভাবি তোমায় একা একা, বুঝিনি এভাবে একদিন আমায় দিবে তুমিটাই ধোঁকা।

 

অল্প ছুয়ায় কুয়াশায় গেঁড়া আড়ালে দাড়িয়ে নও কি তুমি সেটা, মনে কি পড়ে একসাতে পথের দাঁড়ে বসা ফুসকা খেয়ে দু’জনার দুষ্টুমি গুলো মনে পড়ে মনের ঘরে উকি মাড়ে আমায় বলে আজ তুমি ছাড়া নিজেকে লাগছে বড্ড একা একা, তুমি সেই প্রাক্তন খোঁজি বলো তোমায় কোথা!

 

ফোন আলাপের একটা সময় ছিল একদিন নয় একটা ঘন্টা আমায় অনলাইন না দেখলে তুমি চমকে যেতে সাতে বেজে উটতো ফোন কলের রিংটা,কোথায় তুমি দিচ্ছো না সারা কেন দেখোনা আমি অনলাইন অনেক একা, সেই স্মৃতিটাই আজও মনে কষ্ট দিয়ে যায় হারিয়ে ফেলা ভালোবাসা।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com