বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৭:৪৩ পূর্বাহ্ন

নিয়ামতপুরে ফেনসিডিল ও গাঁজাসহ গ্রেপ্তার ৩

মোহাম্মদ আককাস আলী নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় : বুধবার, ১২ এপ্রিল, ২০২৩
  • ৫৮ জন দেখেছেন

মোহাম্মদ আককাস আলী নিজস্ব প্রতিবেদক :

নওগাঁর নিয়ামতপুরে পৃথক অভিযান চালিয়ে ফেনসিডিল ও গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। পরে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। ফেনসিডিল মামলায় গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার সদর ইউনিয়নের ধরমপুর গ্রামের সুশীল মাহাতোর ছেলে প্রেম কুমার মাহাতো(২৬), কানইল গ্রামের নুরুল ইসলামের ছেলে নাইম ইসলাম (২৫) ও গাঁজা উদ্ধারের মামলায় গ্রেপ্তার সুশীল রবিদাস (৪৮) একই ইউনিয়নের গুড়িহারী গ্রামের বাসিন্দা।

থানা সূত্রে জানা গেছে, সোমবার রাতে মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে উপজেলার সদর ইউনিয়নের ধরমপুর গ্রামের পাকা রাস্তা সংলগ্ন এলাকায় ৪ জন মাদক বিক্রির উদ্দেশ্যে অপেক্ষা করছে। পরে অভিযান চালালে পুলিশের উপস্হিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ দুজনকে আটক করে। পরে দুজনের কাছ থেকে ৪ বোতল ফেনসিডিল উদ্ধার করে।

অপর এক অভিযানে উপজেলার সদর ইউনিয়নের গুড়িহারী গ্রামে সুশীল রবিদাস নিজ বাড়ির সামনে মাদক বিক্রির উদ্দেশ্যে অপেক্ষা করছে। অভিযান চালিয়ে পুলিশ তার কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করে।

নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসাদুজ্জামান বলেন, আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com