শনিবার, ০৪ মে ২০২৪, ০৭:১৮ অপরাহ্ন

নাটোরে পাওনা টাকার জেরে কৃষক হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী গ্রেফতার

বেল্লাল হোসেন বাবু, নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩
  • ৫২ জন দেখেছেন

বেল্লাল হোসেন বাবু, নিজস্ব প্রতিবেদক :

 

নাটোরে পাওনা টাকার জেরে কৃষক হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ লাভলু শেখ (৪২) কে গ্রেফতার করেছে র‌্যাব। ১২ জুলাই বুধবার সন্ধ্যা ৬.৫০ মিনিটের দিকে নাটোর জেলার সদর থানার দস্তনাবাদ,কুমার পাড়া গ্রাম এলাকায় র‌্যাব -৫সিপিসি-২ নাটোর ক্যাম্পের একটি অপারেশন দল কোম্পানী অধিনায়ক, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন ও উপ-অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার সঞ্জয় কুমার সরকারের নেতৃত্বে গোয়েন্দা তথ্যের ভিক্তিতে অভিযান পরিচালনা করে নাটোর জেলা সদর থানার মামলা নং ২৯,১২ জুলাই ২৩ ইং ধারা ৩০২/৩৪ পেনাল কোড।জি আর নং ৪৮০/২৩ (নাটোর) এর হত্যা মামলার এজহার নামীয় পলাতক আসামী লাভলু শেখ কে গ্রেফতার করেছে র‌্যাব।

লাভলু শেখ নাটোর জেলার সদর থানার কাফুরিয়া(রিফুজিপাড়া)গ্রামের মোঃ সুকচান এর ছেলে।

র‌্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্প প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায় যে, উক্ত মামলার বাদি সমজান আলী(৪২)এর চাচা মৃত আবুল কালাম (৫৫)একজন কৃষক। আবুল কালাম মানুষের জমি বর্গা, লীজ নিয়ে কলা চাষাবাদ করত। প্রায় ৫/৬ মাস পূর্বে বাদির চাচা মৃত আবুল কালাম তার চাষকৃত কলা অত্র মামলার এজহার নামীয় ধৃত আসামী লাভলু শেখ এর ভাই কালাম হোসেনের নিকট ৭০/৮০ হাজার টাকায় বিক্রয় করেন এবং আসামী কালাম হোসেন কলা বিক্রয়ের প্রায় ২০ হাজার টাকা বাকি রাখেন।বাদির চাচা আসামীর নিকট হতে পাওনা টাকা চাইলে আসামী কালক্ষেপণ করতে থাকে। উক্ত পাওনা টাকা নিয়ে মৃত আবুল কালাম এর সাথে ধৃত আসামী লাভলু শেখ সহ অনন্য এজহার নামীয় আসামীদের মধ্যে ঝগরা বিবাদের সৃষ্টি হয়।১২ জুলাই ২৩ ইং বুধবার আনুমানিক সকাল সাতটার দিকে কাফুরিয়া জোলার পাড়া গ্রামে মোঃ শাহিনের বিস্কুট ফ্যাক্টরীর সামনে পাকা রাস্তার উপরে এজহার নামীয় আসামী কালাম হোসেনের দেখা হলে বাদির চাচা মৃত আবুল কালাম তার পাওনা টাকা চাওয়ার কারণে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।কথা কাটাকাটির একপর্যায়ে আসামীগণ লাঠিশোটা,দেশিয় অস্ত্র দিয়ে মৃত আবুল কালামকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি মারপিট করলে মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আসামি লাভলু শেখ কে আটক করে নাটোর সদর থানায় হস্তান্তর করা হয়।

র‌্যাব-৫সিপিসি-২’র এক প্রেস বিজ্ঞপ্তিতে বৃহঃস্পতিবার সকালে এসব তথ্য নিশ্চিত করেন।আরও বলেন এ ধরণের মাদক বিরোধী অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-৫-সিপিসি-২ বদ্ধপরিকর।

র‌্যাব-৫-সিপিসি-২ কে তথ্য দিন – মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com