শুক্রবার, ১০ মে ২০২৪, ০৯:৪৯ অপরাহ্ন

নাটোরের সেই প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ কে ঢাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব

সাংবাদিকের নাম:
  • আপডেট সময় : বুধবার, ১২ অক্টোবর, ২০২২
  • ২৩২ জন দেখেছেন

নাটোর প্রতিনিধিঃ

নাটোরের গুরুদাসপুরে স্কুল ছাত্রীকে অপহরন করে ধর্ষণ মামলায় প্রধান শিক্ষক ফিরোজ আহমেদকে গ্রেফতার করেছে র‌্যাব।

গতরাতে ঢাকার গাজীপুর এলাকার একটি হোটেল থেকে তাকে গ্রেফতার করা হয়। ফিরোজ আহমেদ নাজিরপুর এলাকার মৃত গোলাম মোস্তফার ছেলে।

বুধবার দুপুরে নাটোর শহরের পুরাতন বাস টার্মিনালে র‌্যাবের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান কোম্পানী অধিনায়ক ফরহাদ হোসেন।

 

নাজিরপুর মোরিয়ম মেমোরিয়াল গার্লস স্কুলের এসএসসি পরীক্ষার্থী ও একই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ আহম্মেদ এর মধ্যে দীর্ঘ দুই বছর ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল। গত ১ অক্টোবর বিদ্যালয়ে ব্যবহারিক পরীক্ষা দিতে যায় ওই শিক্ষার্থী। পরীক্ষা শেষে শিক্ষার্থী মুল ফটকের সামনে এলে প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ কৌশলে মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে যায়।

পরে শিক্ষার্থীর মা বাদী হয়ে প্রধান শিক্ষক ফিরোজ আহম্মেদ সহ দু’জনের নামে গুরুদাসপুর থানায় অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেন। এরপর গুরুদাসপুর থানা পুলিশ ভিকটিমকে উদ্ধার করলেও আসামীরা চলে যায় আত্ম গোপনে।

পরে র‌্যাব-৫ সিপিসি-২ এর একটি স্পেশাল টিম ঢাকার গাজীপুর এলাকার একটি হোটেল থেকে প্রধান শিক্ষক ফিরোজ আহমেদকে গ্রেফতার করে গুরুদাসপুর থানায় হস্তান্তর করেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com