শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৯:৪৩ পূর্বাহ্ন

নন্দীগ্রামে মামলার বাদীর উপর হামলা’ উত্তেজিত জনতার হাত থেকে বাঁচতে ৯৯৯এ কল হামলাকারীদের

জুয়েল রানা নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :
  • আপডেট সময় : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২
  • ৫১ জন দেখেছেন

নন্দীগ্রাম বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ার নন্দীগ্রামে ধান চুরির ঘটনায় মামলা ও জমি থেকে ৫শ’ ইউক্যালিপটাস গাছ তুলে নেওয়ার ঘটনায় থানায় অভিযোগ করায় বাদীর উপর হামলা ও লক্ষাধিক টাকা ছিনতাইয়ের খবর পাওয়া গেছে। এসময় উত্তেজিত জনতার হাত থেকে বাঁচতে হামলাকারীরা ৯৯৯এ ফোন করে সহযোগীতা চাইলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

 

ঘটনাটি ঘটেছে উপজেলার ৫নং ইউনিয়নের বর্ষন গ্রামে।

 

প্রাপ্ত তথ্যে জানা গেছে, বর্ষণ গ্রামের ইয়াছিন আলীর সাথে একই গ্রামের মোকছেদ আলী ও আনছার আলীর জমিজমা নিয়ে বিরোধ চলছে। ইয়াছিন আলীর পৈত্রিক সম্পত্তি জবর দখলের চেষ্টায় জমি থেকে কাঁচা-পাকা ধান চুরির ঘটনা ঘটলে ইয়াছিন আলী বাদী হয়ে মামলা দায়ের করে। পরবর্তীতে পুনরায় জমিতে রোপনকৃত ৫শ ইউক্যালিপটাস গাছ তুলে নেওয়ার ঘটনায় ইয়াছিন আলী বাদী হয়ে থানায় অভিযোগ করায় শনিবার দুপুর ১২টায় বর্ষন বাজার এলাকায় পরিকল্পিত ভাবে বাদী ইয়াছিন আলীর উপর হামলা চালায় মোকছেন আলী, আনছার আলী, সেলিম, মাহবুর, কামরুল সহ কয়েকজন। এসময় ইয়াছিনের কাছ থেকে ধান ও গরু বিক্রির ১লক্ষ ৭হাজার টাকা ছিনিয়ে নেয় হামলাকারীরা। এঘটনায় উত্তেজিত গ্রামবাসী হামলাকারীদের ধাওয়া করলে পালিয়ে যায় হামলাকারীরা। উত্তেজিত জনতার হাত থেকে বাঁচতে হামলাকারীরা ৯৯৯এ কল করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। হামলার শিকার ইয়াছিন আলী বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

 

উক্ত বিষয়ে থানার এসআই শাহ সুলতান হুমায়ন বলেন, ৯৯৯এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com