শনিবার, ০৪ মে ২০২৪, ০৫:১২ অপরাহ্ন

নগরকান্দায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার চেষ্টা

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি :-
  • আপডেট সময় : সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ৫৫৯ জন দেখেছেন

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি :-

 

গত ১৮-৮-২০২৩ইং- শুক্রবার বেলা এগারোটা চল্লিশ মিনিটের সময় ব্যবসায়ী রুহুল আমিন মাতুব্বর (২৫) কে হত্যার চেষ্টা চালান একদল চাঁদাবাজি সন্ত্রাসী প্রভাবশালী ।মামলার বিবরণে জানা যায় রুহুল আমিন মাতুব্বর (২৫) পিতাঃ- কুদ্দুস মাতুব্বর গ্রামঃশাক পাইল দিয়া নগরকান্দা ফরিদপুর। রুহুল আমিন ব্যবসার কাজে প্রায়ই ঢাকা থাকেন গত ১৮/৮/২০২৩ইং তারিখ আসামিগনের একজন রুহুল আমিন কে ফোন করে বাড়ি আসতে বলেন, রুহুল আমিন মাদারীপুরের শিবচর থেকে ব্যবসার কাজ সেরে নগরকান্দার লস্কার দিয়া কালিবাড়ি বাজারে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা আসামি ওমর আলী সরদার (৫২) রফিক সরদার (২০)কাওসার সরদার (৩০) জিন্নাত সরদার (৪০) টিটু সরদার (৪৮) গ্রাম হাসানহাটি নগরকান্দা ফরিদপুর গণ রুহুল আমিন এঁর পথ গতিরোধ করে আসামির একজন রুহুল এঁর মাথা থেকে রানদা দিয়ে কোপ মারলে রক্তাক্ত জখম হয়ে রুহুল মাটিতে পড়ে যায়, অন্যান্য আসামিরা রুহুলকে লোহার রড দিয়ে শরীরের বিভিন্ন স্থানে বাড়ি মারলে অজ্ঞান হয়ে পড়েন। স্থানীয়রা আসলে ততক্ষণে আসামিগণ পালিয়ে যায়। ব্যবসায়ী রুহুলের স্বজনরা তাকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন, এ ব্যাপারে রুহুল আমিন বলেন আমি একজন ব্যবসায়ী আসামিরা আমার নিকট প্রায়ই চাঁদার দাবি করেন এবং তারা আমাকে একাধিকবার হত্যার চেষ্টা করেন, গত শুক্রবার আসামি গনের একজন আমাকে ফোন করে বাড়ি আসতে বলেন, মাদারীপুরের শিবচর থেকে ব্যবসায়িক কাজ সেরে প্রায় ১১ টা ৪০ মিনিটের সময় নগরকান্দা উপজেলার লস্কর দিয়া বাজারের কালীবাড়ি এসে পৌঁছালে আমার পথ গতিরোধ করে আসামি গণের একজন আমাকে মাথা থেকে কোপ মারে অন্যান্য আসামিরা লোহার রড দিয়ে আমার শরীরের বিভিন্ন স্থানে বাড়ি মারলে আমি অজ্ঞান হয়ে যাই, আসামিরা সন্ত্রাস চাঁদাবাজি ও জুলুমবাজ এলাকার প্রভাবশালী ব্যক্তি। ব্যাপারে রুহুলের পিতা কুদ্দুস মাতুব্বর বাদী হয়ে নগরকান্দা থানায় মামলা দায়ের করেন। এ ব্যাপারে নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ- মিরাজ হোসেন বলেন এ ঘটনায় নগরকান্দা থানায় একটি মামলা হয়েছে এবং আমি আসামিদের গ্রেপ্তার করার জোর চেষ্টা চালাচ্ছি।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com