শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৫:৪১ পূর্বাহ্ন

নওগাঁ-৩ আসনে নৌকার নির্বাচনী প্রচারণায় মাঠে নেমেছেন বিশ্ববিদ্যালয়ের ৯ শিক্ষক

সাংবাদিকের নাম:
  • আপডেট সময় : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
  • ১৩৯ জন দেখেছেন

 

মোহাম্মদ আককাস আলীঃ

 

নওগাঁ-৩ আসনে নৌকার নির্বাচনী প্রচারণায় মাঠে নেমেছেন বিশ্ববিদ্যালয়ের ৯ শিক্ষক।
নওগাঁ সদরসহ, মহাদেবপুর,বদলগাছীর কৃতি সন্তান রাজশাহীসহ বিভিন্ন বিশ্ব বিদ্যালয়ে কর্মরত ৯জন শিক্ষক এক সঙ্গে নওগাঁ ৩ আসনের নৌকার প্রার্থী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সিনিয়র সচিব সৌরেন্দ্রনাথ চক্রবর্ত্তীর পক্ষ্যে নির্বাচনী প্রচারণায় মাঠে নামেছেন। রোববার সকাল ১০টার পর থেকে উপজেলা সদরের অলিগলিসহ দোকানে দোকানে গিয়ে ভোট প্রার্থনা করছেন এবং ছোট লিফলেট বিতরণ করেন। এক সঙ্গে ৯ জন শিক্ষক প্রচারণায় নেমে আসায় তাৎক্ষনিক ভাবে উপজেলায় সারা পড়ে যায়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. তারিকুল হাসান মিলন এর নেতৃত্বে নির্বাচনী প্রচারণায় উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রদীপ কুমার পান্ডে, অধ্যাপক আবুল কালাম ফজলুল হক, অধ্যাপক ড. রতন কুমার, অধ্যাপক ড. মো: রশিদুল আলমসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৯জন শিক্ষক।

প্রচার প্রচারণাকালে অধ্যাপক ড. তারিকুল ইসলাম মিলন বলেন আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৯ জন শিক্ষক বদলগাছী, মহাদেবপুর নওগাঁ ৩- আসনে নৌকার পক্ষ্যে প্রচারণা কাজ করার জন্যে এসেছি। আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমাদের মূল লক্ষ্য হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। সেটা যেন আরো অব্যাহত থাকে সে কারনে আমরা নৌকার পক্ষ্যে কাজ করছি। মাননীয় প্রধানমন্ত্রী নওগাঁ ৩-আসনে যে নৌকার প্রার্থী মনোনিত করেছেন সৌরেন্দ্রনাথ চক্রবর্ত্তী তিনি অত্যান্ত একজন সুযোগ্য ব্যক্তি। তাঁর নিদর্শন তিনি পূর্বেও রেখেছেন এবং আগামীতেও রাখবেন। আমরা অনুরোধ করছি এলাকাবাসী যেন নৌকার পক্ষে কাজ করেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়ের সাথে যুক্ত থাকবেন

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com