রবিবার, ০৫ মে ২০২৪, ১২:৫৫ পূর্বাহ্ন

নওগাঁয় ডাস্টবিন থেকে মানব ভ্রুণ উদ্ধার

মোহাম্মদ আককাস আলী নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ১০০ জন দেখেছেন

মোহাম্মদ আককাস আলী নিজস্ব প্রতিবেদক :

 

নওগাঁয় একটি ডাস্টবিন থেকে ৫-৭ মাসের মানব ভ্রুণ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার সকাল ১০টার দিকে শহরের পার-নওগাঁ মরছুলা উচ্চ বালিকা বিদ্যালয়ের পাশে ডাস্টবিন থেকে ভ্রুণটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ভ্রণটি নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান সদর থানার অফিসার ইনচার্জ ফয়সাল বিন আহসান।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা ডাস্টবিন পরিস্কার করছিল। এসময় পলিথিন ব্যাগে মোড়ানো অবস্থায় ভ্রুণটি দেখতে পান তারা। কিন্তু পুলিশ সেখানে যাওয়ার আগেই পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা ভ্রুণটি উদ্ধার করে পৌরসভায় নিয়ে আসে। পরে সেখান থেকে থানা পুলিশ ভ্রুণটি উদ্ধার করে পরীক্ষা করার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠায়।
সত্যতা নিশ্চিত করে নওগাঁ মডেল থানার অফিসার ইনচার্জ ফয়সাল বিন আহসান বলেন, ধারণা করা হচ্ছে উদ্ধার হওয়া ভ্রুণটির বয়স ৫ থেকে ৭ মাস হবে। সেই ভ্রুণটি উদ্ধার করে হাসপাতালে ডিএনএ প্রোফাইল তৈরি করার জন্য প্রেরণ করা হয়েছে। শেষে পৌরসভার মাধ্যমে ভ্রুণটি দাফন করা হবে বলেও জানান তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com