শনিবার, ১১ মে ২০২৪, ০১:২৫ পূর্বাহ্ন

চৌমুহনীতে বেশি দামে চিনি বিক্রির অভিযোগে মিল মালিকের জরিমানা করেন ভোক্তা অধিকার অধিদপ্তর সংরক্ষণ টিম।

মোস্তফা প্রামানিক, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ২০৩ জন দেখেছেন

নোয়াখালীর বেগমগঞ্জে বেশি দামে চিনি বিক্রির অভিযোগে এক মিল মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টিম।

শনিবার (২২ অক্টোবর) দুপুরে চৌমুহনীর মহেশগঞ্জ বাজারের জগন্নাথ মিল মালিককে এ জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ কাওছার মিয়া।

 

তিনি জানান অসাধু ব্যবসায়ীরা বাজারে চিনি কৃত্রিম সঙ্কট তৈরি করছে।

 

চৌমুহনীতে অভিযানে গিয়ে অভিযোগের সত্যতা মিলে।

মোঃ কাওছার মিয়া আরও বলেন, সরকার চিনির পাইকারি মূল্য ৮৭ টাকা নির্ধারণ করে দিলেও অভিযুক্ত জগন্নাথ মিল কর্তৃপক্ষ চিনির কেজি ৯৮ টাকা বিক্রি করছিল। সরকারি নির্দেশ অমান্য করায় তাদের ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এদিকে খুচরা বাজারে ৯০ টাকার চিনি ১১০ টাকায় বিক্রির অভিযোগে বাজারে গেলে মুহূর্তেই সব দোকান বন্ধ করে দোকানিরা পালিয়ে যায়।

 

এসময় বাজারের সবাইকে সরকারি নির্দেশনা পালনে সতর্ক করেন এই কর্মকর্তা।

 

অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ শওকত আলী, ভোক্তা অধিকারের কর্মকর্তা ও বেগমগঞ্জ থানার পুলিশ উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com