বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০৮:১০ পূর্বাহ্ন

চৌদ্দগ্রামে ১৯ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট সময় : সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ১৭৭ জন দেখেছেন

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

 

কুমিল্লার চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে সরকার নিষিদ্ধ ১৯ হাজার কেজি পলিথিন জব্দ করা হয়েছে। এ সময় পলিথিন সরবরাহ করার দায়ে ১২ হাজার টাকা জরিমানা আরোপ পূর্বক নগদ আদায় করা হয়।

জানা গেছে, সোমবার (১৩ নভেম্বর) দুুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা ও চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এবং থানা পুলিশের সহযোগিতায় চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তমালিকা পাল ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সরকার নিষিদ্ধ ১৯ হাজার কেজি পলিথিন জব্দ করেন।

পরে পলিথিন সরবরাহকারীদেরকে ১২ হাজার টাকা অর্থদন্ড আরোপ পূর্বক নগদ আদায় করা হয়। এ সময় প্রসিকিউশনের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, কুমিল্লার সিনিয়র কেমিস্ট মো: রায়হান মোর্শেদ। অভিযানে সহযোগিতা করেন চৌদ্দগ্রাম থানা পুলিশের একটি টিম। সরকারের নির্দেশক্রমে জব্দকৃত পলিথিন ধ্বংশ করা হবে। পরিবেশ সুরক্ষায় এরূপ কার্যক্রম চলমান থাকবে বলে জানা গেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com