বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১২:০০ অপরাহ্ন

চৌদ্দগ্রামে বিদেশী মদ সহ মিশুক গাড়ী উদ্ধার

সাংবাদিকের নাম:
  • আপডেট সময় : বুধবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৫২ জন দেখেছেন

 

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে থানা পুলিশের অভিযানে ৪৬ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়েছে। এ সময় একটি ব্যাটারী চালিত মিশুক গাড়ী জব্দ করা হয়। বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক আব্দুল কুদ্দুস সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ পৌরসভাধিন বালুজুড়ি এলাকায় ঢাকা-চট্টগ্রামমুখী লেনের বালুজুড়ি রাস্তার মাথায় বিশেষ অভিযান চালিয়ে সন্দেহভাজন একটি ব্যাটারী চালিত মিশুক গাড়ী জব্দ করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে মিশুকের চালক ও তার সহযোগিরা পালিয়ে যায়। এ সময় গাড়ীটি তল্লাশী করে তিনটি কার্টুন ভর্তি মোট ৪৬ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। পরে এ সংক্রান্তে থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক আব্দুল কুদ্দুস জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার বালুজুড়িতে অভিযান চালিয়ে ৪৬ বোতল বিদেশী মদ ও একটি ব্যাটারী চালিত মিশুক গাড়ী জব্দ করা হয়। পরে থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com