শনিবার, ০৪ মে ২০২৪, ০৫:২২ অপরাহ্ন

চৌদ্দগ্রামে ফেন্সিডিলসহ কাভার্ডভ্যান চালক আটক

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট সময় : বুধবার, ৫ জুলাই, ২০২৩
  • ৫৮ জন দেখেছেন

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

 

কুমিল্লার চৌদ্দগ্রামে ২৭০ বোতল ফেন্সিডিল সহ মো: সোহাগ ভূঁইয়া (৪২) নামে এক কাভার্ডভ্যান চালককে আটক করেছে মিয়াবাজার হাইওয়ে থানা পুলিশ। আটককৃত সোহাগ ফেনীর সুধারাম থানার পূর্ব এওজবালিয়া এলাকার বশির উল্লাহর ছেলে। এ সময় কাভার্ড ভ্যানটি (ঢাকা মেট্রো ট-১১-৪৪৬০) জব্দ করা হয়।

জানা গেছে, বুধবার (৫ জুলাই) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে বাবুচি বাজার নামক স্থানে মিয়াবাজার হাইওয়ে থানার এসআই গিয়াস উদ্দিন ও জামাল উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান চালিয়ে ২৭০ বোতল ফেন্সিডিল সহ সোহাগকে আটক করে। এ সময় কাভার্ডভ্যানটি জব্দ করে হাইওয়ে থানায় নিয়ে আসা হয়।

বিষয়টি নিশ্চিত করে মিয়াবাজার হাইওয়ে থানার ইনচার্জ এস এম লোকমান হোসাইন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের বাবুচি এলাকায় অভিযান চালিয়ে ২৭০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক কারবারিকে আটক করা হয়। আটককৃত আসামীর বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন। হাইওয়ে পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।’

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com