শুক্রবার, ০৩ মে ২০২৪, ০২:১৮ পূর্বাহ্ন

খন্দকার মোস্তাক-মীর জাফরদের মত বেইমান চৌদ্দগ্রামেও আছে : বাতিসার পথসভায় নৌকার প্রার্থী মুজিবুল হক

সাংবাদিকের নাম:
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ৯৩ জন দেখেছেন

 

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা ১১ (চৌদ্দগ্রাম) আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক রেলপথ মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক মুজিব বলেন, ‘কিছু বেঈমান আমার নামে মিথ্যা অভিযোগ করেছে কেন্দ্রীয় নেতাদের কাছে, সকল ষড়যন্ত্র মোকাবিলা করে প্রিয় নেত্রী বাংলার সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে আবারও নৌকা মার্কার মনোনয়ন দিয়েছেন।’ তিনি আরো বলেন, ‘বঙ্গবন্ধুর সাথে খন্দকার মোস্তাক, নবাব সিরাজ উদ-দৌলার সাথে মীর জাফর বিশ্বাসঘাতকতা করেছে। চৌদ্দগ্রামের কিছু লোক আমার সাথে বিশ্বাসঘাতকতা করে দলের সাথে বেঈমানী করেছে। চৌদ্দগ্রামের মানুষ ভোটের মাধ্যমে তাদেরকে সে বেঈমানীর শিক্ষা দিবে।’ বুধবার বিকেলে উপজেলার বাতিসা উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে নৌকা মার্কার সমর্থনে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাতিসা ইউনিয়ন আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি মো: জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে এ সময় বক্তব্য রাখেন, চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু, সাবেক জেলা দায়রা জজ (অবসরপ্রাপ্ত) আবুল কাশেম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবু পার্থ সারথি দত্ত, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল, উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এবিএম এ বাহার, সেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য আবু তাহের, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আকতার হোসেন পাটোয়ারী, ইসহাক খাঁন, সুপ্রিম কোর্টের আইনজীবি আবদুল মান্নান ভূঁইয়া, জেলা পরিষদের সদস্য এমরানুল হক কামাল (ভার্ড কামাল), উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি ফারুক আহমেদ মিয়াজী, বাবু শৈলপতি চৌধুরী নন্দন, জাকির হোসেন ভূঁইয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ও সাবেক চেয়ারম্যান জিএম জাহিদ হোসেন টিপু, ইউপি চেয়ারম্যান কাজী ফখরুল আলম ফরহাদ, মাহফুজ আলম, জাফর ইকবাল, নায়িমুর রহমান মজুমদার মাছুম, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান মুরাদ, কামরুল আলম মোল্লা, বন ও পরিবেশ সম্পাদক আবদুল হালিম চৌধুরী নিজাম, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক খোরশেদ আলম, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নুরুল আলম শাহিন, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সর্দার, উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক আলমগীর হোসেন বিল্পব, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন পাটোয়ারী, কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মাহবুবুল হক মোল্লা বাবলু, পৌর যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম পাটোয়ারী, উপজেলা যুবলীগ নেতা ইমাম হোসেন পাটোয়ারী এনাম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফয়েজুনেচ্ছা আমিন, উপজেলা ছাত্রলীগ সভাপতি তৌফিকুল ইসলাম সবুজ, সাধারণ সম্পাদক কাউছার হানিফ শুভ, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আবদুর রহিম মজুমদার, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন চৌধুরী, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা নজির আহম্মদ, সাবেক চেয়ারম্যান রেজাউল হক মজুমদার খোকন, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, ইউনিয়ন যুবলীগের সভাপতি কায়সার হামিদ বাশার, ইউনিয়ন যুবলীগের প্রস্তাবিত সভাপতি খোরশেদ আলম মানিক, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নিজাম উদ্দিন মিলন, স্বেচ্ছাসেবক লীগ নেতা আবুল খায়ের, হাজী ইয়াছিন আরাফাত, শ্রমিক লীগ নেতা এয়াছিন উদ্দিন, যুবলীগ নেতা মহিন উদ্দিন মোল্লা, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তুরাজ মজুমদার প্রমুখ।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com