শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৪:১৮ পূর্বাহ্ন

ক্ষমা করে দাও

সাংবাদিকের নাম:
  • আপডেট সময় : বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩
  • ৮১ জন দেখেছেন

ক্ষমা করে দাও

মোহাম্মদ আককাস আলী।

ভুল করে পাপ করেছে
ক্ষমা করে দাও,
আল্লাহ ক্ষমা করে,
হে মানব তুমিও ক্ষমা করে দাও।
ক্ষমাই সর্বাপেক্ষা সুখের ঠিকানা
সমাজ-সংসারে জাগিয়ে উঠবে মনুষ্যত্বের বাসনা

দয়াল আল্লাহ ক্ষমাকারীকে দিবেন পুরস্কার
ক্ষমাকারীকে কখনো করোনা তিরস্কার।
সর্বজন জানেন ক্ষমাই মহত্বের লক্ষণ
এসো ক্ষমার দ্বারাই নষ্টদের করি দমন।

ক্ষমা করে দাও
রাগ,ক্রোধকে করো পরিহার,
জীবনটা কখনোই যাবেনা বিপথে,
বিশ্বব্রহ্মাণ্ডে ক্ষমার চেয়ে কিছুই নাই
ক্ষমার মধ্যেই আল্লাহ সন্তুষ্টি রয়।

ক্ষমা করে দাও
আল্লাহ ক্ষমার মাঝেই রেখেছেন মুক্তি
ক্ষমায় মানব মনেতে তৈরি করে ভক্তি।

ক্ষমা করে দাও
ক্ষমার সৃষ্টি আল্লাহর সন্তুষ্টি
সমাজ সংসারে দেয় মহাশান্তি।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com