বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৩:৫৩ পূর্বাহ্ন

কখনো হাসাও তুমি 

মোঃ আবেদ আহমেদ- সাহিত্য সম্পাদক
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২
  • ১৩৪ জন দেখেছেন

কখনো হাসাও তুমি

মোঃ সাইফুল ইসলাম খোকন

———————————

ভাগ্য বিদাতা তুমি

যখন যা চাও,

কখনো হাসাও তুমি

কখনো কাঁদাও।

তুমি চাইলে দিনকেও

করে দাও রাত।

আরো পারো করতে

বিনামেঘে বজ্রপাত।

কাউকে দাও গাড়ি-বাড়ী

টাকার ও পাহাড়,

কারো কাটে দিন ফুটপাতে

না পেয়ে আহার।

প্রতিটি মানুষ গড়া

একি হাতে তোমার,

কেন?দিলে ব্যবদান তবে

কেন?এত অবিচার।

এক এক জন বানালে

এক এক নেশা দিয়ে,

ধুকে-ধুকে মরে কেউ

ভীষন জ্বালা নিয়ে।

ক্ষমা করো ওগো প্রভূ

পাপী যে আমি,

দেখাও সঠিক পথ আজ

………আমাকে তুমি।

(সমাপ্ত

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com