শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৯:২৯ পূর্বাহ্ন

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নওগাঁ-৩ আসনের নৌকার মনোনয়ন প্রতাশীদের ব্যাপক গণসংযোগ

মোহাম্মদ আককাস আলী নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় : শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩
  • ১২৭ জন দেখেছেন

মোহাম্মদ আককাস আলী নিজস্ব প্রতিবেদক :

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ক্ষমতাসীন আওয়ামীলীগের বর্তমান সাংসদসহ হেভী ওয়েড একাধিক ভিআইপি মনোনয়ন প্রত্যাশীরা তাদের নিজ নিজ সমর্থকদের নিয়ে ব্যাপক গণসংযোগ শুরু করেছেন। এ’নিয়ে দলটির নেতাকর্মীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। যে কোন সময় প্রার্থীদের কর্মী সমর্থকদের মধ্যে সংঘাতের আশঙ্কা করছে সাধারণ ভোটাররা। দলীয় কর্মসূচিতে অংশগ্রহণে অনিহা এবং নানা কারণে ঝিমিয়ে পড়া নেতা কর্মীদের উজ্জীবিত করতে তৎপর হয়ে উঠেছে প্রাচীনতম এ দলটির স্থানীয় শীর্ষ নেতারা।

দলটির অঙ্গ এবং সহযোগী সংগঠনের মেয়াদ উত্তীর্ণ কমিটি গঠনে দীর্ঘ সূত্রিতা, কমিটি গঠনে কাংক্ষিত পদপদবি বঞ্চিত এবং বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে একাধিক দলীয় প্রার্থীর অংশ গ্রহণ নিয়ে এ আসনের নেতা-কর্মীদের মধ্যে চাপা ক্ষোভ রয়েছে । তবে সাম্প্রতিক সময়ে ওর্য়াড থেকে উপজেলা পর্যন্ত অঙ্গ এবং সহযোগী সংগঠনের মেয়াদ উর্ত্তীণ কমিটি গুলো বিলুপ্ত করে নতুন কমিটি গঠন শুরু করার ফলে নিজেদের মধ্যে থাকা ক্ষোভের কিছুটা বরফ গলতে শুরু করেছে।
সূত্রমতে, চলতি বছরের শেষের দিকে অথবা আগামী ২০২৪ সালের জানুয়ারি মাসে দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ সরকারের সাবেক সিনিয়র সচিব সৌরেন্দ্র নাথ চক্রবর্তী সৌরেন ২০২২ সালের প্রথম দিকে নিজেকে প্রার্থী ঘোষণা দেন।

এরপর তিনি ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন বঞ্চিত,ঝিমিয়ে পড়া নেতাকর্মীদের নিয়ে
লিফলেট বিতরনসহ নওগাঁ-৩ মহাদেবপুর-বদলগাছী আসনে গন-সমাবেশ করে আসছেন। অপর মনোনয়ন প্রত্যাশী সাবেক সাংসদ,বিএমডির সাবেক চেয়ারম্যান ড.আকরাম হোসেন চৌধুরী স্থানীয় আওয়ামী লীগের কতিপয় নেতাদের নিয়ে গন-সমাবেশ করছেন।
অপরদিকে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সচিব এনামুল কবীর নিজেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ঘোষণা দিয়ে এ আসনের বিভিন্ন স্থানে বিলবোর্ড এবং পোস্টার লাগানোর মধ্যেই সীমাবদ্ধ রেখেছেন নিজেকে। নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে এ আসনে আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থান মজবুত হলেও মনোনয়ন প্রত্যাশীদের সমাবেশ গুলোতে দলটির নেতাকর্মীর উপস্থিত থাকা এবং না থাকা নিয়ে দ্বিধাদ্বন্দ বাড়ছে।
মহাদেবপুর উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি গোলাম নূরানী আলাল জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে ক্ষমতাসীন আওয়ামীলীগ সাংগঠনিক শক্তি বাড়াতে তৎপর রয়েছে। তৃণমূল থেকে আওয়ামীলীগকে সুসংগঠিত করতে নওগাঁ-৩ মহাদেবপুর-বদলগাছী আসনের ১৮ টি ইউনিয়নের ২৯৯ টি ওর্য়াড কমিটি গঠন প্রায় শেষ পর্যায়ে। তৃণমুল পর্যায়ের নেতা কর্মীদের প্রত্যক্ষ ভোটে ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক কমিটি গঠন করা হচ্ছে। ইউনিয়ন আওয়ামীলীগ কমিটি এবং ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবীব ভোদনসহ দলটির স্থানীয় শীর্ষ পর্য়ায়ের নেতারা উপস্থিত থাকছেন।
দ্বিতীয় বারের মতো এ আসনে সাংসদ ছলিম উদ্দিন তরফদার নির্বাচিত হওয়ার কয়েক মাসের মধ্যে জমি ক্রয় করে মহাদেবপুর উপজেলা আওয়ামী লীগের নিজস্ব কার্যালয় নির্মাণ করেন। আসন্ন নির্বাচনে এ আসনে মনোনয়ন প্রত্যাশী ছলিম উদ্দিন তরফদার এমপি বলেছেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনার সরকারের দেশব্যাপী উন্নয়নের অংশ হিসেবে এ আসনেও ব্যপক দৃশ্যমান উন্নয়ন হয়েছে।

যার সুফল পাচ্ছে এলাকাবাসী। এ উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতেই জননেত্রী শেখ হাসিনা আবারো তাকেই নৌকা প্রতিক দিবেন এবং এ আসনে নৌকার বিজয় নিশ্চিত করতে দলের প্রতিটি নেতাকর্মী ঐক্যবদ্ধ আছে। তবে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এআসনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নৌকা প্রতিক যাকেই দিবে তাকেই বিজয়ী করা হবে বলে এ আসনের ৪ ভিআইপি মনোনয়ন প্রত্যাশীরা জানান।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com