মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০১:১৩ অপরাহ্ন

আলুর দাম নিয়ে দুশ্চিন্তায় বরেন্দ্র অঞ্চলের চাষীরা

সাংবাদিকের নাম:
  • আপডেট সময় : শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৭৬ জন দেখেছেন

 

মোহাম্মদ আককাস আলীঃ

আলুর দাম নিয়ে দুশ্চিন্তায় বরেন্দ্র অঞ্চলের চাষীরা।
প্রথম দিকে আলুর ভালো দাম পেলেও বর্তমানে বাজার ভালো নয় বলে জানিয়েছেন চাষীরা। কৃষকদের দাবি বর্তমান বাজারমূল্যে আলু বিক্রি করে উৎপাদন খরচও উঠছে না। নিয়ামতপুর, মান্দা,পত্নীতলা বদলগাছির আলু চাষিরা জানান, অন্যান্য বছরের তুলনায় এবার আলুর ভালো চাহিদা ও দাম থাকায় লাভের আশায় আলু চাষে ঝুঁকেছিলেন। কিন্তু যখন ক্ষেত থেকে আলু উত্তোলন শুরু হবে, এমন সময় ভারত থেকে আলু আমদানি করায় দেশি আলুর দাম কমে যায়। এতে লোকসানের মুখে পড়েন তারা। আলু চাষিরা জানান, গত মৌসুমে এক বিঘা জমিতে ১০০ মন আলুর ফলন হলেও এবারে বৈরী আবহাওয়ার কারণে ৪০ থেকে ৫০ মনের বেশি হচ্ছে না। তারা আরো জানান, প্রথমে আলুর বাজার তিন হাজার থেকে ২৫শ টাকা মন বিক্রি হয়েছিলো। এখন সেই আলু কমে নেমে এসেছে ৬০০ টাকায়। এক বিঘা জমিতে আলু আবাদ করতে ৪০-৪৫ হাজার টাকার মতো খরচ হয়েছে। কিন্তু বর্তমানে যে আলুর দাম তাতে করে লাভ তো দূরে থাক, উৎপাদন খরচ উঠবে কিনা হতাশায় রয়েছেন চাষীরা।
এ ব্যাপারে জেলা কৃষি উপপরিচালক মো. আবুল কালাম আজাদ বলেন, “চলতি মৌসুমে জেলার ১১টি উপজেলায় ১৯ হাজার ৫০০ হেক্টর জমিতে আলু চাষ করা হয়েছে। শুরুর দিকে আবহাওয়া ভালো থাকলেও মাঝে তীব্র শীতের কারণে কিছুটা সমস্যা হয়েছিলো। ইতোমধ্যেই আলু উত্তোলন শুরু হয়েছে। তবে পুরোপুরি এখনো শেষ হয়নি। বর্তমানে আবহাওয়া ভালো থাকায় আমরা আশা করছি কৃষকরা আলুর ভালো ফলন পাবেন। সেই সঙ্গে আলুর বাজারমূল্য ভালো থাকায় কৃষকরা লাভবান হবে বলে আমাদের আশা।”

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com