শনিবার, ০৪ মে ২০২৪, ০৫:১৮ অপরাহ্ন

আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা ফরিদপুর জেলা শাখার মাসিক সভায় ও সার্টিফিকেট বিতরণ

সেক মোহাম্মদ আফজাল, বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ২২০ জন দেখেছেন

সেক মোহাম্মদ আফজাল, বিশেষ প্রতিনিধি

আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা ফরিদপুর জেলা শাখার আয়োজনে মাসিক সভা এবং আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার প্রশিক্ষণ সাটিফিকেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

১৬ সেপ্টেম্বর বেলা ১২ টায় ফরিদপুর ১৯ নং জজকোর্ট, পৌর মার্কেট ৩য় তলায় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা ফরিদপুর জেলা শাখার সভাপতি জনাব এডভোকেট কাজী আব্দুল জলিল চান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক জনাব আলী আকবর হোসেন মোল্লা।

প্রধান অতিথির বক্তব্যে বলেন আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা হচ্ছে একটি সেচ্ছাসেবী প্রতিষ্ঠান সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ভাবে যারা নির্যাতিত হচ্ছে তাদের পাশে থেকে কাজ করতে হবে।

বিশেষ অতিথি আলী আকবর হোসেন মোল্লা বলেন অসহায় নিপীড়িত নির্যাতিত জনগনের পাশে দাড়াতে হবে, মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, পরিবেশ নষ্ট হচ্ছে, সমাজ নষ্ট হচ্ছে, এসব ফিরিয়ে আনার লক্ষ্যই হচ্ছে মানবাধিকার।

তিনি আরও বলেন সমাজে বাল্য বিবাহ, মাদক কারবারি চোরা কারবারি যাতে নাহয় সেদিকে খেয়াল রাখাই মানবাধিকারের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা ফরিদপুর জেলা শাখার আইন বিষয়ক সম্পাদক জনাব আব্দুল মালেক, আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা নগরকান্দা উপজেলা শাখার সাধারণ সম্পাদক জনাব মোঃ পিকুল হোসেন, সালথা উপজেলা শাখার সাধারণ সম্পাদক জনাব সজিব হোসেন, নাজমুল হুদা, সদস্য, আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা ফরিদপুর জেলা শাখার সদস্য, সেলিম ঠাকুর, মোঃ নজরুল ইসলাম সহ আরও অনেকে।

অনুষ্ঠান পরিচালনা করেন আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা ফরিদপুর জেলা শাখার সহ সাংগঠনিক সম্পাদক এবং প্রজন্ম ট্রিবিউন সংবাদ এর বিশেষ প্রতিনিধি সেক মোহাম্মদ আফজাল।

সভাপতির সমাপনী বক্তব্য দিয়ে সভা সমাপ্তি ঘোষণা করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com