শুক্রবার, ১৭ মে ২০২৪, ১০:০৪ পূর্বাহ্ন

আদমদীঘিতে চুরি যাওয়া ট্রাক ২৯ ঘন্টা পর রানীনগরে উদ্ধার

এরশাদ আলী, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৫ জানুয়ারি, ২০২৩
  • ৯৯ জন দেখেছেন

আমদমীঘি (বগুড়া) প্রতিনিধি :

বগুড়ার আদমদীঘির মাছ ব্যবসায়ী শফিকুল ইসলামের চুরি যাওয়া ট্রাক ২৯ ঘন্টার পর রানীনগর থেকে উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকাল ৯টায় পুলিশ ও ট্রাক মালিকের লোকজন নওগাঁ জেলার রানীনগর উপজেলার বাঁশহাটি নামক স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।

গত মঙ্গলবার (৩ জানুয়ারী) দিবাগত রাত ৩টায় আদমদীঘির রেলস্টেশন এলাকায় বাসার সামনে থেকে মাছ ব্যবসায়ী শফিকুল ইসলামের ঢাকা মেট্রো-ন-১১-৮২৯৪ নম্বর আইসার কোম্পানী একটি ট্রাক চুরি যায়। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় নওগাঁ জেলার রানীনগর উপজেলার বাঁশহাটি নামক স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় দেখে পুলিশ ও ট্রাক মালিকের লোকজন সেখান থেকে উদ্ধার করে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান, উদ্ধার করা ট্রাকটি মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় কেউ গ্রেফতার নেই।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com