শুক্রবার, ১৭ মে ২০২৪, ১২:২৩ অপরাহ্ন

আগুনে পুড়লো ১৯ লক্ষ্য টাকার মালামাল

হাফছা খাতুনঃ-স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০২৩
  • ৭১ জন দেখেছেন

হাফছা খাতুনঃ-স্টাফ রিপোর্টার

বগুড়ায় পূর্ব শত্রুতার জের জেরে ক্ষুদ্র ও কুটির শিল্প কারখানায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বগুড়া সদরের লাহিড়ীপাড়া ইউনিয়নের যুগাইপুর গ্রামে ২টি ক্ষুদ্র ও কুটির শিল্প কারখানা আগুনে পুড়ে গেছে। সোমবার (২৩ জানুয়ারী) দিবাগত গভীর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় ২ ঘণ্টা পর বগুড়া ফায়ার সার্ভিসের কর্মীদের প্রচেষ্টায় ও এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আসে। কারখানাগুলোতে গায়ের চাদর, গামছা, লুঙ্গি, মাফলার সহ বিভিন্ন প্রকার সুতার পোষাক তৈরি করা হতো। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত ১টার দিকে কারখানায় কে বা কারা পূর্ব শত্রুতার জেরে আগুন ধরিয়ে দেয়। কারখানা ২টি অবস্থান লোক বসতির মধ্যে হওয়ায় ধুঁয়ার গন্ধে বাড়ির লোকজন ঘুম থেকে জেগে উঠে। আগুন জ্বলতে দেখে চিৎকার করতে থাকেন। এলাকাবাসী প্রথমে সাইফুল ইসলামের কারখানায় আগুন জ্বলতে দেখে বগুড়া ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের লোকজন আসার আগেই আগুন দ্রুত ২টি কারখানায় ছড়িয়ে পড়ে। বগুড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে আসার আগেই এলাকাবাসী আগুন কিছুটা নিয়ন্ত্রনে আনে। পরে ফায়ার সার্ভিসের লোকজন আগুন নিভিয়ে ফেলে। ততক্ষনে কারখানর সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। আগুনে ক্ষতিগ্রস্ত আব্দুস সালাম জানান, ২টি কারখানা মিলে প্রায় ১৫ লক্ষ্য টাকার মেশিন ও ৪ লক্ষ টাকার সূতা পুড়ে গেছে। আমাদের একমাত্র সম্বল কারখানাটি পুড়ে সব শেষ হয়ে গেছে। এখন আমরা নিঃস্ব প্রায়।ভুক্তভোগী থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছে।ফায়ার সার্ভিসের লোকজন জানান আর এ ধরনের নেক্কার জনক ঘটনার সুষ্ট তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com