শনিবার, ০৪ মে ২০২৪, ০৩:১৭ অপরাহ্ন

অর্থ হাতিনের অভিযোগে প্রধান শিক্ষক এখন জেলহাজতে

মোঃ লুৎফর রহমান লিটন, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : বুধবার, ১২ জুলাই, ২০২৩
  • ৭১ জন দেখেছেন

মোঃ লুৎফর রহমান লিটন, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি

 

সিরাজগঞ্জে চরবেড়া উচ্চ বিদ্যালয়ের চাকরি দেয়ার কথা বলে অর্থ হাতিয়ে নিয়ে মোটা অংকের টাকার বিনিময়ে অন্যজনকে চাকরি দেয়ায় ভুক্তভোগী পরিবারের মামলায় চরবেড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এখন জেলহাজতে। আজ মঙ্গলবার (১১ জুলাই) সিরাজগঞ্জ কোর্টে হাজিরা দিতে গেলে বিজ্ঞ বিচারক জামিন না মঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠিয়েছেন। মামলা সুত্রে জানা গেছে, উল্লাপাড়া উপজেলার সলঙ্গা ইউনিয়নের চরবেড়া উচ্চ বিদ্যালয়ে “নিরাপত্তা প্রহরী” পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেন। উক্ত গ্রামের সোলায়মান প্রামানিকের ছেলে তাজ উদ্দিনকে চাকরি দেয়ার প্রতিশ্রুতিতে ১৩ লাখ টাকা ঘুষ নেয় প্রধান শিক্ষক আকতার হোসেন। পরবর্তীতে তাজ উদ্দিনকে চাকরি না দিয়ে আরও মোটা অংকের টাকা নিয়ে অন্য একজনকে চাকরি দেয় সুচতুর প্রধান শিক্ষক।

বিষয়টি জানাজানি হলে চাপের মুখে অর্থ লোভী, প্রতারক প্রধান শিক্ষক আকতার হোসেন তখনই ৩ লাখ ৭৫ হাজার টাকা ফেরত দিয়ে বাকী টাকা ফেরত দিবে মর্মে সময় দাবী করে। দীর্ঘ সময়কাল পরেও বাকী ৯ লাখ ২৫ হাজার টাকা ফেরত না দিলে ক্ষতিগ্রস্থ তাজ উদ্দিনের বড় ভাই চাঁদ আলী বাদী হয়ে গত ৩০ জানুয়ারি মোকাম বিজ্ঞ সলঙ্গা থানা আমলী আদালত,সিরাজগঞ্জ এ অর্থ আত্মসাৎ মামলা দায়ের করেন। মঙ্গলবার (১১ জুলাই) কোর্টে হাজিরা দিতে গেলে বিজ্ঞ বিচারক জামিন না মঞ্জুর করে প্রতারক প্রধান শিক্ষককে জেল হাজতে প্রেরণ করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com