রবিবার, ০৪ জুন ২০২৩, ০৬:১৯ পূর্বাহ্ন

লক্ষ্মীপুরে বি.কে.বি ক্লাবের উদ্যোগে সপ্তাহব্যাপী বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধন

মো:ইসমাইল খাঁন সুজন লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : সোমবার, ২২ মে, ২০২৩
  • ৫৭ জন দেখেছেন

মো:ইসমাইল খাঁন সুজন লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি

নতুন প্রজন্মকে কম্পিউটার পরিচালনায় দক্ষ করে প্রযুক্তি ব্যবহারে পারদর্শী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সপ্তাহব্যাপী বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণের ব্যতিক্রমী আয়োজন করেছে সমাজসেবা ও যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক রেজিস্ট্রেশনকৃত লক্ষীপুরের অন্যতম সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন বি.কে.বি ক্লাব। এতে সার্বিক সহযোগিতায় রয়েছেন এফএনএফ কম্পিউটার এন্ড ট্রেনিং সেন্টার।

দুই ব্যাচে ২৫ জন প্রশিক্ষণার্থী নিয়ে এ প্রশিক্ষণের উদ্বোধনী কার্যক্রম শুরু হয়। এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কম্পিউটার সাইন্সে বিএসসি ইঞ্জিনিয়ার মোঃ জাবেদ হোসাইন।

এসময় উপস্থিত ছিলেন বি.কে.বি ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ ইসমাইল খাঁন সুজন, এফএনএফ কম্পিউটারের পরিচালক মোঃ তারেক হোসাইন।

আয়োজকরা জানান, প্রযুক্তিখাতে সবাইকে সম্পৃক্ত করে সামনে এগিয়ে নেওয়ার লক্ষ্যেই আমাদের এ আয়োজন।

আগামী শুক্রবার সমাপনী কার্যক্রম শেষে প্রশিক্ষনার্থীদের হাতে সনদ তুলে দেওয়ার মাধ্যমে এ প্রশিক্ষণের সমাপ্তি ঘটবে।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com