শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৭:৪৫ অপরাহ্ন

হ্নদয়ের অনুভূতি

সাহিত্য সম্পাদক প্রজন্ম ট্রিবিউন
  • আপডেট সময় : রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ১২৪ জন দেখেছেন

হ্নদয়ের অনুভূতি

মোল্লা মোঃ এম এ রানা

সম্পাদকঃ- চয়েন বার্তা,সিংড়া, নাটোর

                    

হ্নদয়ের অনুভুতি আছে সবার

অনুভূতিগুলো প্রকাশ পায় না

সব সময় সবখানে

প্রয়োজন অপ্রয়োজনে চলে

হরক রকম আয়োজন।

পরিবার সমাজ সংসারের বেড়াজালে

হ্নদয়ের অনুভুতিগুলো

চাপা পড়ে যায়

বয়স আর সময়ের ব্যবধানে ।

সবার আড়ালে মনের অনূভূতিতে

চলে প্রচন্ড ঝড়ো হাওয়া

বাস্তবতার কষাঘাতে অস্থির হয়ে উঠে মন

হ্নদয়ের অনুভুতি প্রকাশের জন্য। 

হ্নদয়ের অনুভুতি আনন্দে উচ্ছাস্বে মেতে

উঠতে না উঠতেই কোন না কোন

আঘাত এসে হানা দেয়

হ্নদয়ের অনুভুতিতে ।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com