শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৫:০৪ পূর্বাহ্ন

হে স্বাধীনতা

সাংবাদিকের নাম:
  • আপডেট সময় : বুধবার, ১৫ মার্চ, ২০২৩
  • ৭৯ জন দেখেছেন

হে স্বাধীনতা
লুৎফর রহমান (রানা)

হে স্বাধীনতা তোমাকে
সুধাই আজও কেন
গরীব ধনীদের মধ্যে তফাৎ
তবে কেন দুঃখীরা মরে
অনাহারে,
তবে কেন আজও দূর্নীতি হয়
এই বাংলা মায়ের ঘরে,
হে স্বাধীনতা তুমি ছিলেনা যখন
অসহায় বাংলা মা তার সন্তান হারা
ছিল তখন।

হে স্বাধীনতা তোমাকে পাওয়ার
জন্য কত না মা তার সন্তান
হারিয়েছে,
কতনা বোন তার মায়ার
ভাই হারিয়েছে, হারিয়েছে মা বোন
নিজের সম্ভ্রম।

হে স্বাধীনতা তুমি আসবে বলে
বাংলার দামাল ছেলেরা
লড়াই করেছিলো দীর্ঘ নয় মাস
পাকবাহিনীর সাতে,
লড়াই করেছিল বাংলা মায়ের
সম্মান বাঁচানোর জন্য,
মায়ের ভাষা বাংলা কে বাঁচানোর
জন্য কত রক্ত তাজা প্রাণ
জড়িয়ে পেয়েছি তোমাকে।

তবে কেন আজও কিছু কালো
বাজারিরা সিন্ডিকেট করে
গরীব দুঃখীর পকেট খাটে,
কেন আজও দুর্নীতিবাজদের
কারণে উন্নয়ন হয় ধীর গতিতে,
হে স্বাধীনতা ভুলে গেছো
ভুলে গেলে চলবেনা,
কারণ এই দেশ ষোল কোটি
জনতার, এই দেশ সর্বকালের শ্রেষ্ঠ
বাঙালি বঙ্গবন্ধুর, এই দেশ
মওলানা ভাসানীর,
এই দেশ ত্রিশ লাখ শহীদের
রক্তে ঘামে অর্জিত মায়ের
শ্রেষ্ঠ সন্তানদের।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com