শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৩:০৮ অপরাহ্ন

হে মার্চ

সাংবাদিকের নাম:
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ৭৬ জন দেখেছেন

হে মার্চ
লুৎফর রহমান (রানা)

হে মার্চ তুমি কতনা শত শত
হত্যা কান্ডের সাক্ষী,
কতনা মায়ের সন্তান হারানোর বোবা
কাঁন্নার সাথী,
হে মার্চ তুমি জানো
২৫ মার্চ কালো রাত্রিতে
পাকবাহিনী নির্বিচারে গুলি চালিয়ে
পাখির মতোই কতনা শত ঘুমন্ত
মানুষকে হত্যা করে!

হে মার্চ তুমি জানো
অগ্নি ঝড়া মার্চ কেন বলি
মোরা, কেন স্বরণ করি
২৬ মার্চের এই দিনের কথা
বাঙালি ভূলেনি ভূলতে পারেনা,
ইতিহাসের কালো অধ্যায় রচনা
করেছিলো পাকিস্তানী শাসকরা।

হে মার্চ তুমি এলে মনে করিয়ে দেয়
বঙ্গবন্ধুর শ্রেষ্ঠ ৭ই মার্চের
স্বাধীনতার ভাষণ!
যার শক্তিতেই বাঙালি পেয়েছিলো
মেশিনগানের বুলেট ছুড়ার শক্তি,
এতেই ছিল বাঙালিদের দেশের
প্রতি ভক্তি।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com