শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০১:০৭ অপরাহ্ন

হেমন্ত

মোঃ আবেদ আহমেদ, সম্পাদক সাহিত্য বিভাগ
  • আপডেট সময় : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
  • ১৩৫ জন দেখেছেন

হেমন্ত
– মুহাম্মদ শামসুল হক বাবু

কনকনে শীতের আগমনের সাথে সাথে
কয়েকদিন পর চলে যাবে
ষড়ঋতুর চতুর্থ এই শুভ ক্ষণ,
কৃষাণ কৃষাণীর ব্যস্ততম মাস
প্রিয় হেমন্ত তোমাকে আমি
কার্তিক এবং অগ্রহায়ণে দেখিতে পাই
যার আগমন ঘটে শরতের পর,
তুমি আমার শীতের পূর্বাভাস
পাকা ধানের ঘ্রাণ
গোলাভরা ধানের পাহাড়
স্তুপকৃত খড়কুটোর পালা
গ্রামাঞ্চলে গরীবের হাসি!
কৃত্তিকা ও আর্দ্রা তারকার নামানুসারে
কার্তিক এবং অগ্রহায়ণের জন্ম,
মরা কার্তিকের পর দেখি
প্রতিটি গ্রামে গ্রামে, ঘরে ঘরে-
সর্বজনীন লৌকিক নবান্ন উৎসব,
সুশীতল নির্মল আকাশে বাতাসে
আনন্দের ধ্বনি প্রতিধ্বনি শুনিতে পাই
গানে গানে রাত্রি কেটে যায়!
ছিল অগ্র এবং হায়ণের দুটি অর্থ
তুমি ধান ও কাটার মওসুম
ধান মাড়াই এবং সিদ্ধ করে
গৃহিণী রোদে শুকাতে দেয়
উঠোনে মৌ মৌ গন্ধ,
এ যেন বাংলার সোনালি হাসি
এবং নববধূর নির্ঘুম প্রহর।
সম্রাট আকবরের খাজনা তোলার মাস
নতুন ধানের চাল দিয়ে
পিঠা পায়েসের চলে আয়োজন
এসো হে বন্ধু, হে প্রিয়জন
তোমাকে নতুন ধানের নতুন চালের
গরম গরম ভাত খেতে দেব
সাথে দেব হরেক রকম ভর্তা-
খাওয়ার শেষে খাবে পান সুপারি জর্দা।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com