বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৬:২৫ অপরাহ্ন

হারিয়ে যাচ্ছে সাংবাদিকদের মর্যাদা 

মোহাম্মদ আককাস আলী, নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : বুধবার, ১০ মে, ২০২৩
  • ১৫১ জন দেখেছেন

মোহাম্মদ আককাস আলী :

 

মানুষের সংখ্যা যে বাড়ছে সে হারে ব্যাঙের ছাতার মত বিভিন্ন নামে বেনামে সংগঠন গজিয়ে উঠেছে। ওইসব সংগঠনে অদক্ষ সভাপতি সেক্রেটারীদের তোষামোদি আর চাটুকারিতায় পেশার মান ক্ষুন্ন হচ্ছে। আরও বলতে হয় যে হারে পত্র পত্রিকা বৃদ্ধি পাচ্ছে সে হারে সাংবাদিকদের সংখ্যাও বেড়ে যাচ্ছে। একসময় সাংবাদিকদের মানুষ শ্রদ্ধা ও ভক্তি করতো। এখন মানুষ এই মহৎ পেশার অধিকারী সাংবাদিকদের ঘৃণার চোখে দেখে,সাংঘাতিক বলে। নিজের খেয়ে বনের মহিষ তাড়ানো সাংবাদিকদের ধাপে ধাপে লাঞ্চিত হতে হচ্ছে। কারণে, অকারণে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা হামলা হচ্ছে। এমনকি প্রশাসনের কোন প্রোগ্রামে গিয়েও সন্মান বঞ্চিত হয়ে মৃত মানুষের মত দাঁড়িয়ে থাকে,অথবা প্রশাসনের পায়ের নিচে বসার জায়গা মিলে। হায়রে সাংবাদিকতা,কোথায় তোমার মর্যাদা। আবার কিছু চাটুকার দালাল সাংবাদিককেরা প্রশাসনের সাথে এক কাতারে দম্ভের সাথে বসে নিজের যোগ্যতা অর্জন করে। তাদের ছবি তোলার ভঙ্গিমা দেখলে প্রোগ্রাম ছেড়ে পালাতে ইচ্ছে হয়। পালিয়ে যাবে কোথায়? নতুন করে এই পেশায় যুক্ত হচ্ছে,শিক্ষক,চাকুরীজীবি,মাদক সেবি,মাদক ব্যবসায়ী,ধর্ষক, বিভিন্ন মামলার আসামি,মাছ ব্যসায়ী এমনকি রিস্কায়ালাও। কেন তারা ভীড় করছে এই মহৎ পেশাতে। আর সাধারণ মানুষ তো বলবেই ওই যে সাংঘাতিকেরা যাচ্ছে কার ক্ষতি করতে?

আবার অনেকই আছে মাদকের টাকা জোগাড় করতে বিভিন্ন মিথ্যে অজুহাতের প্রতারণার ফাঁদে সাধারণ মানুষকে জিম্মি করে। এর জন্য কে দায়ী?এই রহস্য খুজে বের করতে হবে সাংবাদিকদেরই।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com