বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৮:১৪ পূর্বাহ্ন

হারিয়েছি “মা”

সাহিত্য সম্পাদক, প্রজন্ম ট্রিবিউন
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩
  • ৯২ জন দেখেছেন

হারিয়েছি “মা”
প্রসেন্দ্র বৈদ্য রনি

হারিয়েছি মাগো তোমায়,
অনেক বছর আগে।
এখনো সেই শৈশব এর,
স্মৃতি মনে পড়ে।

বুঝে হোক, না বুঝে হোক মা গো তোমায় দিয়েছি কত কষ্ট,
এতিম বলে করো ক্ষমা মনে রেখো না দুঃখ।

অসুস্থ হয়ে ছিলে যখন, হাসপাতালের বেডে, ডাকতে আমায় কাছে আয় খোকা খোকা বলে।

বুঝিনি মা তখন আমি বয়স ছিল কম।
এখন আমি সবই বুঝি মা যে কি বড় ধন।

এখন আমার সব হয়েছ,
বুঝি ও সবকিছু।
তোমার জন্য এ জীবনে মা, করতে পারিনি কিছু।

ঈশ্বরের ডাকে চলে গেলে আমায় ফেলে একা,
আমি যে মা, বেশ কষ্টে আছি, তোমায় ছাড়া একা ।

“সমাপ্ত”

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com