মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০১:০৮ অপরাহ্ন

স্বাধীনতার ডাক

সাংবাদিকের নাম:
  • আপডেট সময় : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ৮২ জন দেখেছেন

স্বাধীনতার ডাক
লুৎফর রহমান (রানা)

 

তোমাকে খুঁজেছি হে স্বাধীনতা
মায়ের ভালোবাসার আবেগ মাখানো
প্রেমে,
তোমাকে খুঁজেছি হে স্বাধীনতা
বোনের দুষ্টুমি ভরা ভালোবাসায়,
বাবার স্নেহ ভরা প্রেমে।

তোমাকে খুঁজেছি হে স্বাধীনতা
কৃষকের মিষ্টি হাসি মুখ দেখে
দেশ খাদ্যে স্বয়ং সম্পুর্ন হয়ে
দেশের প্রতিটা নাগরিকের দায়িত্ব
দেশের তরে নিজেকে বিলিয়ে দেওয়া
আবেগ ঘন প্রেমে।

তোমাকে খুঁজেছি হে স্বাধীনতা
রাখালের মিষ্টি বাঁশির সূরে,
তোমাকে খুঁজেছি হে স্বাধীনতা
কাজী নজরুলের ঝাকড়া চুলের
বাবড়ি দুলানো সৃষ্টি সুখের উল্লাসে,
তোমাকে খুঁজেছি হে স্বাধীনতা
কাল বৈশাখির সেই রমনা বট মূলের
নববর্ষের তরুন-তরুনীর ভিরে,
তোমাকে খুঁজেছি হে স্বাধীনতা
বীর যোদ্ধাদের মিশিগানের
বুলেটে খুদাই করে লেখা পাকবাহিনীর
শত্রুর নামে।

তোমাকে খুঁজেছি হে স্বাধীনতা
ভয়াল কালো রাত্রি ২৬ মার্চের
পাকবাহিনীর হত্যাযঙ্গে,
তোমাকে খুঁজেছি হে স্বাধীনতা
বঙ্গবন্ধুর শ্রেষ্ঠ কালজয়ী ৭ই মার্চের
ভাষণে, তোমাকে খুঁজেছি হে স্বাধীতা
লাখো মানুষের রক্ত ঘামে অর্জিত এই
বাংলার বুকে আছি দাঁড়িয়ে
স্বদেশ কে ভালোবেসে প্রাণ দিবো
নিরবতায় হে স্বাধীনতা।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com