শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০২:৩৮ পূর্বাহ্ন

স্ত্রীকে গলা কেটে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ডের আদেশ

মো.আককাস আলী, নিজস্ব প্রতিবেদক 
  • আপডেট সময় : রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ২০৪ জন দেখেছেন

মো.আককাস আলী, নিজস্ব প্রতিবেদক :

 

নওগাঁ সদর উপজেলার আতিথা গ্রামে স্ত্রীকে কলা কেটে হত্যার দায়ে ফরিদুল রেজা ফরিদ (৫২) নামে এক ব্যক্তিকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। রোববার দুপুরে নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক মোঃ ফেরদৌস ওয়াহিদ এ রায় দেন। মৃত্যদন্ড প্রাপ্ত ফরিদুল রেজা সদর উপজেলার আতিথা গ্রামের আজগর মন্ডলের ছেলে।

 

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল্লাহেল বাকী রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০১১ সালের ৫ এপ্রিল রাত ৩ টার দিকে ফরিদুল রেজা তার স্ত্রী শামীমা আক্তার ওরফে লিপি আক্তারকে তার মেয়ে দীপার সামনে খাটের উপর ধারালো ছোরা দ্বারা গলা কেটে হত্যা করে। পরবর্তীতে এঘটনায় গৃহবধূ শামীমার ভাই কাঞ্চন হাওলাদার বাদী হয়ে নওগাঁ সদর থানায় ফরিদুলকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে ফরিদুলের বিরুদ্ধে দন্ডবিধির ৩০২ ধারার শাস্তিযোগ্য অপরাধের অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমাণ হওয়ায় রোববার দুপুরে তাকে দণ্ডবিধির ৩০২ ধারায় শাস্তিযোগ্য অপরাধে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডে দণ্ডিত করার আদেশ দেন নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত।

 

উক্ত মামলাটি আসামি পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী সিরাজুল ইসলাম ও অমরেন্দ্রনাথ ঘোষ পরিচালনা করে।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com