বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৩:৫৩ অপরাহ্ন

সিরাজগঞ্জ কাওয়াকোলা ইউনিয়নে বিনামূল্যে স্বাস্থ্য সেবা ক্যাম্প অনুষ্ঠিত।

মোঃ লুৎফর রহমান লিটন, সলঙ্গা সিরাজগঞ্জে প্রতিনিধি 
  • আপডেট সময় : রবিবার, ১ জানুয়ারি, ২০২৩
  • ১৩২ জন দেখেছেন

মোঃ লুৎফর রহমান লিটন, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি

সিরাজগঞ্জ সদর উপজেলার  কাওয়াকোলা ইউনিয়নে চরাঞ্চলে  শারিতা হাবিবে মিল্লাত নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে বিনামূল্যে স্বাস্থ্য সেবা ক্যাম্প, ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প ও ভ্যাকসিনেশন এবং  চর উন্নয়ন প্রকল্পের আওতায় ভেড়া প্রদান,  শারিতা হাবিবে মিল্লাত নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  স্বাস্থ্য সেবা বিভাগ সিরাজগঞ্জ ও স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশন ঢাকার আয়োজনে

 

শনিবার (৩১ ডিসেম্বর)  সকাল সাড়ে ১০ টা হতে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত উক্ত বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠান গুলোর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  সিরাজগঞ্জ-২ সদর-কামারখন্দ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না।

এতে সভাপতিত্ব করেন, কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান জিয়া মুন্সী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডঃ আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম সজল, সদর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ আশিষ কুমার দেবনাথ,  স্বাস্থ্যসেবা বিভাগের কর্মকর্তাগণ, ও সুরক্ষা ফাউন্ডেশনের কর্মকর্তারা প্রমুখ।

 

 

 

এসময় কাওয়াকোলা ইউনিয়ন আঃলীগের সভাপতি মোঃ আব্দুল আলীম ভূঁইয়া,সাধারণ সম্পাদক মির্জা আলী আকবর, কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোঃ সানোয়ার হোসেন, মোঃ আব্দুস সোবহান, শাহ জামাল সেখ, মোস্তফা কামাল, আফসের আলী, সাজেদা বেগম,কোহিনূর খাতুন সহ অন্যান্য

ইউপি সদস্যগণ ও ইউনিয়ন  আওয়ামী লীগের এবং তার বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা, গুণীজন, সুধীজনেরা শারিতা হাবিবে মিল্লাত নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক,  অভিভাবক, শিক্ষার্থীরা   উপস্থিত ছিলেন ।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com