শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৯:০৮ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে তারুণ্যের ৭দফা দাবীতে মানববন্ধন বাংলাদেশ যুব অধিকার পরিষদের।

মোঃ লুৎফর রহমান লিটন,সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : শুক্রবার, ২০ জানুয়ারি, ২০২৩
  • ৬৩ জন দেখেছেন

মোঃ লুৎফর রহমান লিটন,সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি

 

তারুণ্যের ৭দফা দাবিতে এক মানববন্ধনের আয়োজন করা হয় ২০শে জানুয়ারি রোজ শুক্রবার বিকেল ৩ ঘটিকার সময় সিরাজগঞ্জ বাজার ইষ্টেশন করিতলা চত্বরে।
উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন মোঃ এস কে শামিম,
সভাপতি বাংলাদেশ যুব অধিকার পরিষদ,সিরাজগঞ্জ জেলা শাখা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল কুদ্দুস মন্ডল,সহ ত্রাণ দূর্যোগ ও কর্মসংস্থান সম্পাদক কেন্দ্রীয় কমিটি।
মোঃমোমিন ফয়সাল,আহবায়ক গণ অধিকার সিরাজগঞ্জ জেলা,
আর জে মোমিন খান,সাধারন সম্পাদক বাংলাদেশ যুব অধিকার পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখা,মোঃ ইউসুফ আলী,সদস‍্য সচিব,বাংলাদেশ গণ অধিকার পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখা।মোঃ জি এম খান জয়,যুগ্ন সদস‍্য সচিব বাংলাদেশ গণ অধিকার পরিষদ।

আরো উপস্থিত ছিলেন মোঃ জামান শেখ আহবায়ক যুব অধিকার পরিষদ সিরাজগঞ্জ সদর পৌর কমিটি,মোঃ রাসেল রানা সরকার,সহ সম্পাদক যুব অধিকার পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখা।
মোঃ আবুল কাশেম সরকার নাঈম,মোঃ সাগর আহমেদ,
মোঃ রহিম রুবেল সহ আহবায়ক,গণ অধিকার পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখা।

এসময় বক্তরা বলেন দয়া নয় কর্ম চাই,বাচার মতো বাচতে চাই,বাংলাদেশের মধ‍্যে বেকারত্ব একটি বড় সমস‍‍্যা।
বেকারত্ব দূর করার লক্ষে সরকার কাজ করে যাচ্ছে এবংবিভিন্ন প্রতিষ্ঠানে কর্মি নিয়োগের মাধ‍্যমে বাংলাদেশ থেকে সকল বেকারত্ব দূর করার চেষ্টা করছে।তবে বেকারত্ব দূরিকরন হলেও যোগ‍্যতার নেই কোন চাকরি, চাকরি পাচ্ছেন না যোগ‍্যতা সম্পর্ন লক্ষ লক্ষ ছেলে মেয়েরা বেকারত্বের কষ্টে ভুগছেন।তাই বেকারত্ব জীবনের একটি বড় সমস‍্যা
এই বেকার জীবন থেকে নিজেকে মুক্তি দিতে কঠিন পরিশ্রম করে চলছি।তারপরও আমাদের এই বেকার জীবনটা গুছিয়ে তুলতে পারছিনা।যখন অনেক চেষ্টা করার পরেও নিজের জীবন বেকারত্ব মুক্ত করতে পারছিনা এবং কোন প্রতিষ্ঠানে ভালো কোন স্থানে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারছিনা তখন আমাদের মনের মধ‍্যে বিভিন্ন কষ্ট আঘাত হানে,বেকারত্বের দুনিয়ায় যুব সমাজ পরাধিন,
তবুও নির্লজ্জের মতো বলতে হয় আমরা স্বাধিন।
তাই আমরা এই মানববন্ধনের মাধ‍্যমে বাংলাদেশ সরকার কে জানাতে চাই তারুণ্যের এই সাত দফা দ্বাবি মেনে নিয়ে যুগোপযোগী একটি সুখি সমৃদ্ধির আগামী বাংলাদেশ গড়ার প্রত‍্যয় ব‍্যাক্ত করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com