শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৪:৪৭ পূর্বাহ্ন

সিংড়ায় নতুন জাত ব্রি ধান-৯০ চাষে কৃষকের মুখে এখন সন্তুষ্টির স্পষ্ট আভা

মোস্তফা প্রামানিক, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
  • ২১১ জন দেখেছেন

সিংড়া উজেলার মাঠে মাঠে এখন নতুন জাত ব্রি ধান-৯০। ছোট চিকন চাল, হালকা সুগন্ধি,কান্ড শক্ত হওয়ায় হেলে পড়েনি । মাত্র ১২০ দিনে আমন মৌসুমে প্রতি বিঘায় ২০ মন ধান। যা মন প্রতি বিক্রয় হচ্ছে ১৬০০-১৮০০ টাকা।

উপজেলার বিনগ্রাম ঘুরে দেখা গেছে কৃষক জিল্লুর রহমান ২৯ বিঘায় আবাদকৃত জমিতে ব্রি ধান-৯০ চাষ করে তার মুখে এখন সন্তুষ্টির স্পষ্ট আভা।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সেলিম রেজার মতে সিংড়া উপজেলায় ধানের রাজ্যে নতুন এ জাতটির প্রভাব থাকবে প্রকট।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com