শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৮:১১ অপরাহ্ন

সাহিত্যের জগতের ভিতর বাহির! 

মোঃ আবেদ আহমেদ- সাহিত্য সম্পাদক
  • আপডেট সময় : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২
  • ১০২ জন দেখেছেন

সাহিত্যের জগতের ভিতর বাহির!

সাহিত্য সম্পাদক- মোঃ আবেদ আহমেদ।

লেখক-মুহাম্মদ শামসুল হক বাবু

 

বাংলা বাজারে বাংলার বেচা-কেনা। কাগজের বেচাকেনা ও শব্দের বেচাকেনা হয়। অনুসন্ধানে বের হয়ে আসে মুখোশের আড়ালে মুখোশ। কিছু কিছু ব্যক্তি, ভূঁইফোড় সংগঠন এবং সাইনবোর্ড সর্বস্ব প্রকাশনী সংস্থা বই প্রকাশের নামে ধান্ধাবাজি কাজে লিপ্ত। কেউ নিজেকে জাহির করে প্রকাশক হিসেবে, কেউ নিজেকে জাহির করে সম্পাদক হিসেবে, তাদের সেই যোগ্যতা আছে কি-না আমার জানা নাই। বই মেলায় অনেক প্রকাশনী সংস্থাকে হারিকেন দিয়ে খুঁজে পাওয়া যায় না, বই ছাপায় একজন পরিবেশক হয় আরেকজন, যত্তসব ভণ্ডামি। প্রকাশক গ্রন্থস্বত্ব নিয়ে রমরমা ব্যবসা করে, প্রকাশনীর খরচে বই ছাপানোর আগে লাভ লস হিসেব চলে। লেখকের লেখা ছাপিয়ে ব্যক্তি ও প্রতিষ্ঠান লাভবান হচ্ছে, বঞ্চিত হচ্ছে লেখক। সবাই যার যার মতো করে ব্যবসা করে যাচ্ছে, চারিদিকে চলছে বানিজ্য আর বানিজ্য, খালি প্রোগ্রাম, খালি ক্রেস্ট। বই ছাপানোর জন্য বা যৌথ বই প্রকাশের জন্য টাইম লাইনে পোস্ট দিয়ে আহবান জানানো হয়, কেউ বলে সহজ শর্তে, নির্বাচিত কবিদের পুরস্কার দেয়া হবে, সহজ শর্তে অল্প কিছু টাকার বিনিময়ে আপনার লেখা প্রচার করা হবে বিভিন্ন মিডিয়ায়, কেউ বলে কবিতা লাগবে, যারা আগ্রহী যোগাযোগ করুন, যিনি বই সম্পাদনা করেন মাঝখান দিয়ে তার লেখাটি (লেখা হোক বা না হোক, মান থাকুক বা না থাকুক তার লেখাটি) বিনামূল্যে ছাপানো হয়। এভাবে সম্পাদক রাতারাতি বিখ্যাত লেখক ও কবি বনে যায়, এ যেন অন্যের মাথায় কাঁঠাল রেখে খাওয়া। অদ্ভুত সব কাণ্ডকারখানা। অনেকে আবার ম্যাসেঞ্জারে নক করে। গ্রুপে গ্রুপে চলে ভার্চুয়াল টক শো, ছড়ার উৎসব, কবিতার উৎসব! ম্যাসেঞ্জারে বিভিন্ন গ্রুপের লিংক পাঠিয়ে লাইক কমেন্টস এর ব্যবস্থা করে হাতিয়ে নেয় পুরস্কার, গুণীরা পায় তিরস্কার, মেকানিজম ভোট পেয়ে অযোগ্যরা বসে যোগ্যতা আসনে, ফাঁন্দে পড়ে, কুটচালে পড়ে ভালো কোনও লেখার এবং ভালো কোনও কবিতার এভাবেই অবমূল্যায়ন হয় বা হচ্ছে। ঐদিকে টাকা দিলেই কবিতা ছাপা হয়, টাকা দিলেই ক্রেস্ট, টাকা দিলেই কবি হওয়া যায়, টাকা দিলেই অতিথির আসন পাওয়া যায়, তখন ওরা হয়ে যায় বর্ষসেরা কবি, জাগ্রত কবি, জাগ্রত মহানায়ক, বিশিষ্ট ছড়াকার, অন্যতম সেরা কবি, জ্ঞানতাপস, মাথা নষ্ট করা কত কি বিশেষণ হিসেব ছাড়া! এই যখন দূরাবস্থা তখন সাহিত্যের উন্নতি আদৌও সম্ভব নয়। আমি লজ্জিত। তবে আমি এবং আমরা জ্ঞানতাপস হিসেবে মান্য করি সর্বজন শ্রদ্ধেয় বহুভাষাবিদ ড. মুহাম্মদ শহিদুল্লাহ এবং জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাক স্যারকে, তাঁদের প্রতি রইল আমার বিনম্র শ্রদ্ধা। পরিশেষে, তবে একটি কথা যৌথ বই সহ অন্যান্য বই প্রকাশ হোক গুণগতমান বজায় রেখে, যেটা প্রিয় বড়ভাই Ahmed Zohur করে থাকেন, উনি যৌথ বই প্রকাশ করেন যাচাই-বাছাই করে, সেখানে আমরা সবাই অংশগ্রহণ করি, যৌথ ভাবে বইটা নিজেদের অর্থায়নে প্রকাশ করি এবং বই ভাগ করে নেই, এতে করে আমরাই বেশি লাভবান হই, প্রকাশনী সংস্থা তখন কম লাভবান হয়। বিষয়টি এখন দৃষ্টিভঙ্গির উপর।

 

পর্ব- ০১ চলবে,,,

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com