বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৫:৪৭ পূর্বাহ্ন

শ্রীমঙ্গল উপজেলায় আমন ধান- চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন।

লুৎফুর রহমান (রানা) শ্রীমঙ্গল(মৌলভীবাজার) প্রতিনিধি।
  • আপডেট সময় : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
  • ১১১ জন দেখেছেন

লুৎফুর রহমান রানা শ্রীমঙ্গল প্রতিনিধি।

গুদামে গুদামে আসছে কৃষকের ধান, বাঁচবে কৃষক বাঁচবে প্রান- ধানের দাম পাচ্ছে বেশি- কৃষক এখন অনেক খুশি এই শ্লোগানকে সামনে রেখে শ্রীমঙ্গল উপজেলায় আমন ধান- চাল সংগ্রহ অভিযান ২০২২-২০২৩ খ্রিঃ ২৭ নভেম্বর রবিবার শুরু হয়েছে।

এবারের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ধান ৮৩৯ মেট্রিক টন ও সিদ্ধ চাল ২৬৭৫ মেট্রিক টন। সরকার কৃষকদের কাছ হতে ধান প্রতি কেজি ২৮ টাকা ও প্রতি মন ১১২০ টাকা দরে এবং চাল প্রতি কেজি ৪২ টাকা ও প্রতি মন ১৬৮০ টাকা দরে খরিদ করবে। উক্ত আমন ধান- চাল সংগ্রহ অভিযান অনুষ্ঠানে উপজেলা খাদ্য কর্মকর্তা তকদদির হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুমিত হিসাব সর্ম্পকিত কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব ড. উপাধ্যক্ষ মোঃ আব্দুস শহীদ এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়, কৃষি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি প্রমুখ।উল্লেখ্য, ১৭ নভেম্বর হতে ২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত এ অভিযান চলমান থাকবে।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com