বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ০৩:৩৮ পূর্বাহ্ন

শ্রীমঙ্গল উপজেলায় যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালন

লুৎফুর রহমান (রানা) শ্রীমঙ্গল(মৌলভীবাজার) প্রতিনিধি।
  • আপডেট সময় : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২
  • ৫৯ জন দেখেছেন

লুৎফুর রহমান রানা, শ্রীমঙ্গল(মৌলভীবাজার) প্রতিনিধি

কোরআন তেলাওয়াত, গীতা পাঠ, বাইবেল পাঠ, জাতীয় সংগীত, পতাকা উত্তোলন, সশস্ত্র সালাম, শরীরচর্চা, প্যারেড পরিদর্শন সহ বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে যথাযোগ্য মর্যাদায়
১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২২ উদযাপন করেছে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন।

উপজেলা প্রশাসন আয়োজিত মহান বিজয় দিবসের অনুষ্ঠানে স্বাধীনতা যুদ্ধের সারমর্ম ও মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে সভাপতির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজীব মাহমুদ মিঠুন, প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী মুহাম্মদ লিটন আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, সহকারী কমিশনার (ভূমি) সন্দ্বীপ তালুকদার, সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সার্কেল- শহিদুল হক মুন্সী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম, পুলিশ পরিদর্শক অপারেশন এ কে এম ফজলুল হক।

এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের শিক্ষক- শিক্ষিকা-শিক্ষার্থী,
সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, মুক্তিযোদ্ধাগণ, আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com