শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৯:০৬ অপরাহ্ন

শেখ হাসিনা সরকার গরীব দু:খী মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বধ্য পরিকর :সাংসদ সেলিম

মো.আককাস আলী, নিজস্ব প্রতিবেদক 
  • আপডেট সময় : সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৭২ জন দেখেছেন

মো.আককাস আলী, নিজস্ব প্রতিবেদক :

নওগাঁ-৩ আসনের সাংসদ, মহাদেবপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ছলিম উদ্দীন তরফদার সেলিম বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকার গরীব দু:খী মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বধ্য পরিকর। তিনি বলেন,জননেত্রী শেখ হাসিনা ১৯৯৬ সালে সরকারে থাকার সময় দেশের বিভিন্ন প্রত্যন্ত পল্লীতে কমিউনিটি ক্লিনিক স্থাপন করেন। তিনি গতকাল সোমবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৯টায় উপজেলার চেরাগপুর ইউনিয়নের আজিপুর কমিউনিটি ক্লিনিক কতৃক আয়োজিত ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন কালে উপরোক্ত কথাগুলো বলেন। উক্ত ক্যাম্পেইনে সাংসদ ছলিম উদ্দিন তরফদার সেলিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের ভিটামিন খাওয়ানোর মাধ্যমে ক্যাম্পেইনের উদ্বোধন করেন। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: খুরশিদুল ইসলাম উপস্থিত ছিলেন। তিনি জানান, ক্যাম্পেইনে উপজেলার ২৪১ টি পয়েন্টে শুণ্য থেকে ৫ বছর বয়সী ৩৭ হাজার শিশুকে ভিটামিন এ খাওয়ানো হবে। এজন্য শতাধিক স্বাস্থ্যকর্মী কাজ করছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com